পরকীয়ার অভিযোগে যুবককে কুপিয়ে খুন, চাঞ্চল্য এলাকায়

পরকীয়ার অভিযোগে যুবককে কুপিয়ে খুন, চাঞ্চল্য এলাকায়

 

অশোকনগর: পরকীয়া সম্পর্কের জেরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে খুন করার অভিযোগে উত্তেজনা ছড়াল এলাকায়৷ এরপর অভিযুক্ত যুবককে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার নোটনি বাজার এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নটনি বাজারে মিলন ঘোষের একটি ওষুধের দোকান আছে। দোকানের পাশেই একটি চায়ের দোকানে চা খেতে যাচ্ছিল সে। অভিযোগ, সেই সময় আচমকা মিলনের উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে নোটনি এলাকার যুবক অপু কাহার। মিলনকে রাস্তায় ফেলে ভোজালি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে বলে অভিযোগ৷

স্থানীয় লোকজন ও দোকানদারেরা আসার আগেই মিলনকে মেরে ফেলে অভিযুক্ত অপু কাহার৷ উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর ও  হাবরা থানার বিশাল পুলিশবাহিনী। অভিযুক্ত অপুকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি মৃত যুবকেও উদ্ধার করে হাবড়া হাসপাতালে পাঠানো হয়। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য৷

খুনে অভিযুক্ত যুবক অপু কাহার এদিন হাসপাতালের বেডে শুয়ে দাবি করেন, দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এই মিলন ঘোষের। মিলনের জন্যই তার সংসার ভেঙেছে। তাই তাকে সে খুন করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তদন্তে অশোকনগর থানার পুলিশ। সবার মুখে একটাই কথা, মানুষ যত উন্নত হচ্ছে ততই বাড়ছে পরকীয়ার সংখ্যা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =