হাসপাতাল থেকে উধাও জেলাশাসকের হাতে আক্রান্ত যুবক, তারপর…

আলিপুরদুয়ারে থানার ভিতর যুবককে জেলাশাসকের মারধরের ঘটনায় নয়া মোড়। হাসপাতাল থেকে নিখোঁজ প্রহৃত যুবক বিনোদ সরকার। সোমবার, আলিপুরদুয়ার আদালত থেকে জামিন পাওয়ার পর ফালাকাটা হাসপাতালে ভর্তি করা হয় বিনোদকে। কিন্তু মঙ্গলবার সন্ধেয় হাসপাতাল সূত্রে জানানো হয়, বিনোদ সরকার নামে রোগী তাদের হাসপাতালে নেই। এই ঘটনায় এল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, থানার ভিতর যুবক পিটিয়ে সংবাদ

হাসপাতাল থেকে উধাও জেলাশাসকের হাতে আক্রান্ত যুবক, তারপর…

আলিপুরদুয়ারে থানার ভিতর যুবককে জেলাশাসকের মারধরের ঘটনায় নয়া মোড়। হাসপাতাল থেকে নিখোঁজ প্রহৃত যুবক বিনোদ সরকার। সোমবার, আলিপুরদুয়ার আদালত থেকে জামিন পাওয়ার পর ফালাকাটা হাসপাতালে ভর্তি করা হয় বিনোদকে। কিন্তু মঙ্গলবার সন্ধেয় হাসপাতাল সূত্রে জানানো হয়, বিনোদ সরকার নামে রোগী তাদের হাসপাতালে নেই। এই ঘটনায় এল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে, থানার ভিতর যুবক পিটিয়ে সংবাদ শিরোনামে আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল। জেলাশাসক ও তাঁর স্ত্রী নন্দিনী কৃষ্ণণের হাতে প্রহৃত যুবক বিনোদ সরকার ফালাকাটার হরিনাথপুর এলাকার বাসিন্দা। বিনোদকে বেধড়ক মারধরের ঘটনার তীব্র নিন্দা করেছেন তাঁর পরিবার ও এলাকাবাসী। জেলাশাসকের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, বিনোদ যদি অপরাধ করে থাকেন, তাহলে অপরাধী জেলাশাসক ও তাঁর স্ত্রীও। তাঁদের দুজনেরও শাস্তি হওয়া উচিত বলে মনে করছে বিনোদের পরিবার। বিনোদ পেশায় গৃহশিক্ষক। সম্প্রতি এলাকার বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজিং-এর দায়িত্বে ছিলেন। পাশাপাশি, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিলেন। ফেসবুকে আলিপুরদুয়ারের জেলাশাসকের স্ত্রীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে রবিবার তাঁকে থানায় ডেকে পাঠানো হয়। সেখানে গিয়েই তাঁকে মারধর করেন জেলাশাসক ও তাঁর স্ত্রী। সেই ভিডিওই ভাইরালের পরে প্রশ্নের মুখে জেলাশাসক। আপাতত, ছুটিতে পাঠানো হয়েছে জেলাশাসক নিখিল নির্মলকে। তাঁকে বদলির জন্য ইতিমধ্যেই দিল্লি নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছে রাজ্য সরকার। জেলাশাসক ও তাঁর স্ত্রীর কঠিন শাস্তির দাবি জানিয়েছে প্রহৃত যুবক বিনোদ সরকারের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =