নেই টাকা, খাবার! বাড়ি ফিরব কীভাবে? আশঙ্কার প্রহর গুণছে ভিন রাজ্যে আটক বাঙালি পরিবার

নেই টাকা, খাবার! বাড়ি ফিরব কীভাবে? আশঙ্কার প্রহর গুণছে ভিন রাজ্যে আটক বাঙালি পরিবার

362e3b1def13cc02407c371dc9b65ea2

কলকাতা: যত দিন এগোচ্ছে সমস্যা তত বেশি করে জেঁকে ধরছে লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়া মানুষগুলোকে৷ ক্রমেই ফুরচ্ছে তাঁদের টাকা-পয়সা৷ বাড়ি ফেরার কোনও পথ খোলা নেই তাঁদের সামনে৷ যদিও লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সাহায্য করার জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলির কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা৷ কিন্তু, তারপরও মিলছে না সুফল৷ বাড়ি ফেরার জন্য কাতর আর্জি রাখছেন ভিন রাজ্যে আটকে যাওয়া বহু বাঙালি৷

গত ১০ মার্চ পশ্চিমবঙ্গের চন্দননগর থেকে বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে গিয়েছিলেন সৌম্যজিৎ নাথ৷ শিড়দাঁড়ায় টিউমারের সমস্যায় ভুগছিলেন তিনি৷ বেঙ্গালুরুর সত্য সাঁই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷ অপারেশন করা হবে তাঁর৷ কিন্তু পরিবর্তিত পরিস্থিতির জেরে সেখানকার চিকৎসকরা জানান, এখন অপারেশন বন্ধ থাকবে৷ তাঁকে বাড়ি ফিরে যেতে বলা হয়৷ কিন্তু বাড়ি ফিরবেন কীভাবে? লকডাউনে স্তব্ধ গোটা দেশ৷ ট্রেন-বাস সবই বন্ধ৷ এই অবস্থায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ‘আজ বিকেল’র ফেসবুক পেজে আবেদন জানান সৌম্যজিৎবাবু৷

তিনি জানান, সঙ্গে আনা টাকা পয়সা তলানিতে ঠেকেছে৷ বেঙ্গালুরুতে দিন কাটানো দায় হয়ে উঠছে৷ এদিকে ক্রমাগত বাড়ছে খাবার জিনিসের দাম৷ সেরাজ্যেও চলছে কালো বাজারি৷ বাজার করতে বেরলে পুলিশের চোঙ রাঙানি সহ্য করতে হচ্ছে৷ বহু মানুষকে হেনস্থা করা হচ্ছে বলেও জানান সৌম্যজিৎবাবু৷

fe05acca49a66e620dac55d64d48507c
ফেসবুকে আর্জি সৌম্যজিতের

তাঁর মতোই বেঙ্গালুরুতে আটকে রয়েছেন আরও বহু বাঙালি৷ নিরুপায় হয়েই বেঙ্গালুরুতে পড়ে রয়েছেন বাংলা থেকে চিকিৎসা করাতে যাওয়া সেই সব বাঙালি মানুষ৷  সৌম্যজিৎবাবু জানান, তিনি বর্তমানে হোয়াইট ফিল্ড রেলওয়ে স্টেশনের কাছে ভিএল কলোনিতে রয়েছেন৷ ২৩ তারিখ ফেরার টিকিট ছিল তাঁর৷ কিন্তু লকডাউনের ধাক্কায় ২২ তারিখ থেকেই বন্ধ হয়ে যায় রেল চলাচল৷ এর পর খাবারটুকুও জুটবে কিনা তা নিয়ে চিন্তায় পড়েছেন সৌম্যজিৎবাবু৷ একই দুশ্চিন্তায় ভুগছেন বেঙ্গালুরুতে আটকে পড়া বাকি বাঙালিরাও৷

এ রাজ্যের সব বাসিন্দারা যাতে থাকা-খাওয়ার ন্যূনতম সুবিধাটুকু পান, তা দেখার জন্য বিভিন্ন রাজ্যের কাছে অনুরোধ করছে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বিপদে থাকা এ রাজ্যের মানুষদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *