নিজস্ব সংবাদদাতা, বারাসত: যাদের পাশে কেউ নেই তাদের পাশে আছে এরা৷ তা সে লকডাউনের মতো কঠিন সময় হোক বা দুঃস্থদের যে কোনও সাহায্য হোক না কেন৷ সদা সর্বদা প্রস্তুত ইয়ং জেনারেশন অফ বারাসত৷ ২৫ শে মার্চ ২০২০, লকডাউন ঘোষণা হওয়ার সেই দিন থেকে লাগাতার তাদের কর্মযজ্ঞ চলছে৷ মঙ্গলবার রাতে বারাসাত স্টেশন চত্বরে থাকা অসহায় মানুষদের ইয়াং জেনারেশন অফ বারাসাত এর পক্ষ থেকে তুলে দেওয়া হল শীতবস্ত্র৷ একইসঙ্গে তাদের রাতের খাবারেরও ব্যবস্থা করেন তারা৷
স্টেশনে থাকা হতদরিদ্র মানুষের গায়ে কম্বল তুলে দেন ইয়াং জেনারেশন অফ বারাসাতের সদস্যরা৷ এর আগেও একাধিক এমন সমাজসেবামূলক কর্মযজ্ঞের সাক্ষি তারা৷ লকডাউনের একাধিক মানুষের পাশে নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা দাঁড়িয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বারবার। লকডাউনে মানুষ যাতে ঘর থেকে বের না হয় তার জন্য একাধিক কর্মসূচীও নেন তারা৷ কখনও দেওয়ালে রঙ করে সচেতনতার বার্তা তো কখনও সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পৌঁছে দেওয়া৷ প্রকৃত অর্থে যারা লকডাউনে খাদ্যসংকটে ভুগছিলেনন, তাদের হাতে খাবার তুলে দেওয়া হয় এই সংগঠনের পক্ষ থেকে। চাল, ডাল, ওষুধ, বেবিফুড, যার যেমন প্রয়োজন সে অনুযায়ী দেওয়া হয়৷
লকডাউন শেষে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে দেশ৷ তাই এখন সমাজের দুঃস্থদের পাশে দাঁড়িয়ে তাদের সেবায় ব্রতী হয়েছে বারাসতের তরুণ যুবকদের এই সংগঠন৷ তাদের কথায় এই ভাবে প্রত্যেকে এগিয়ে আসুন আমরা একের অপরের পাশে দাঁড়াই৷ তাহলেই একদিন দেখা যাবে কেউ আর কষ্টে নেই৷