মুখ্যমন্ত্রীর সামনেই ভুল পরিসংখ্যান পুলিশ সুপারের, তারপর…

বোলপুর: ছন্দ কাটল প্রশাসনিক বৈঠকে। মুখ্যমন্ত্রীর একের পর এক ধমকে। সব থেকে বেশি ছন্দপতন ঘটল পুলিশ কর্তার! জেলা পুলিশ সুপার শ্যাম সিংয়ের পরিসংখ্যান ভুল বললেন স্বয়ং মুখ্যমন্ত্রী! আমতা আমতা করে বললেন, ঠিক আছে, আর হবে না গোছের। শিক্ষকের কাছে কানমলা খাওয়ার অবস্থা তখন তাঁর! কি ছিল সেই প্রশ্ন? পুলিশ সুপার হিসেব দেন, জেলায় দুর্ঘটনা এবছর

মুখ্যমন্ত্রীর সামনেই ভুল পরিসংখ্যান পুলিশ সুপারের, তারপর…

বোলপুর: ছন্দ কাটল প্রশাসনিক বৈঠকে। মুখ্যমন্ত্রীর একের পর এক ধমকে। সব থেকে বেশি ছন্দপতন ঘটল পুলিশ কর্তার! জেলা পুলিশ সুপার শ্যাম সিংয়ের পরিসংখ্যান ভুল বললেন স্বয়ং মুখ্যমন্ত্রী! আমতা আমতা করে বললেন, ঠিক আছে, আর হবে না গোছের। শিক্ষকের কাছে কানমলা খাওয়ার অবস্থা তখন তাঁর! কি ছিল সেই প্রশ্ন?

পুলিশ সুপার হিসেব দেন, জেলায় দুর্ঘটনা এবছর ৫টি কমেছে। গতবার ছিল ৪০৩ এবার সেটা কমে২৯৯। মুখ্যমন্ত্রী বললেন, নভেম্বরের হিসেব নেই। ওটা থাকলে, হিসেব বাড়ত! সাধারণতঃ পুলিশ এটা করে থাকে। আর সেটা যে তাঁর অগোচর নয়, সেটা হাটে হাঁড়ি ভাঙলেন তিনি। একই ভাবে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের জেলা শাসক মৌমিতা গোদারাকে নির্দেশ দিলেন, অবৈধ বালি খাদান থেকে কিভাবে বালি তোলা রোধে ব্যবস্থা নিয়েছেন, তার তথ্য স্থানীয় পুলিশকে দেবেন না। কারন, অনেক জায়গায় বি এল আরও এতে নিজেই নিযুক্ত থাকেন। আত তার সঙ্গে যুক্ত থাকেন স্থানীয় থানা। অর্থাৎ এরাই লুটে পুটে খায়।

পুলিশ এর আগে খোদ মুখ্যমন্ত্রীর কাছে এত বড় সার্টিফিকেট ইতিপূর্বে পায়নি বলে রাজনৈতিক মহলের মত। এদিনের বৈঠকে হাজির সমস্ত বিভাগের সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি অত্রি ভট্টাচার্য্য, নব নিযুক্ত ডি জি বীরেন্দ্র এবং সুরজিৎ পুরকায়স্থ উপস্থিত ছিলেন। এরপর তিনি ধমক দেন মিউনিসিপ্যাল ও কর্পোরেশন দফতরের সচিবকে। কেন্দ্রীয় নীতির সমালোচনা করে মুখ্যমন্ত্রীর বলেন, কৃষি বীমা নিয়ে রাজনীতি করছে কেন্দ্র। বীমার ৮০ শতাংশ দিচ্ছি আমরা। আর বাকি ২০ শতাংশ দিচ্ছি কেন্দ্র সরকার। আর লোগোর ছবি দিচ্ছে ওরা। এসব হবে না। ১০০ শতাংশ আমরাই করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 16 =