খুলে গেল বিশ্ব বাংলা গেট, চালু রেস্তরাঁ

কলকাতা: কলকাতার মুকুটে যোগ হল নতুন পালক৷ দিল্লির ইন্ডিয়া গেট, মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার মত এবার কলকাতাও পেল বিশ্ব বাংলা গেট৷ নিউটাউনের নবনির্মিত এই গেটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৪৩তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকে এই গেটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ কলকাতাতেও একটি প্রবেশ দ্বার বা গেট হোক, চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর এই পরিকল্পনার

খুলে গেল বিশ্ব বাংলা গেট, চালু রেস্তরাঁ

কলকাতা: কলকাতার মুকুটে যোগ হল নতুন পালক৷ দিল্লির ইন্ডিয়া গেট, মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার মত এবার কলকাতাও পেল বিশ্ব বাংলা গেট৷ নিউটাউনের নবনির্মিত এই গেটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৪৩তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকে এই গেটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷

কলকাতাতেও একটি প্রবেশ দ্বার বা গেট হোক, চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন রাজ্য সরকারের শীর্ষ কর্তাদের৷ এরপরই কলকাতা গেট তৈরি জন্য নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন৷ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং গেটের নামকরণ করেছেন৷ আইআইটি মুম্বই এই গেটের নকশা চূড়ান্ত করেছে৷ নকশা অনুসারে নিউটাউনের নারকেল বাগান মোড়ে চারিদিক থেকে চারটি পিলার তোলা হয়েছে৷ ৫৫ মিটার উঁচু পিলারগুলি৷ সেই পিলারগুলির উপরে মাটি থেকে ২৫ মিটার উচ্চতায় তৈরি হয়েছে ২০০ মিটার পরিধির একটি সুদৃশ্য গোলোক৷ সেখানে থাকছে অত্যাধুনিক রেস্তরাঁ৷ এই ঝুলন্ত রেস্তরাঁটি চালাবে হিডকো৷ ‌একসঙ্গে ৪৫ জন কলকাতা গেটে ওঠার সুযোগ পাবেন৷ ওঠার জন্য তৈরি হয়েছে দুটি লিফট৷ এছাড়াও থাকছে সিঁড়ির ব্যবস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − one =