বাংলায় গ্রেফতার নাসার এজেন্ট! কিন্তু কেন? গায়েব লক্ষাধিক টাকা

বাংলায় গ্রেফতার নাসার এজেন্ট! কিন্তু কেন? গায়েব লক্ষাধিক টাকা

cf7c31b5751abdd964dad683c0a56eb7

কলকাতা: নাসার এজেন্ট বলে পরিচয় দিয়ে ভিন রাজ্যের নাগরিকের থেকে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। গ্রেফতার মধুমিতা সাহা এক মহিলা। ধৃত এয়ারপোর্টের বাসিন্দা। গ্রেফতার করল নারায়নপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, হরিয়ানার বাসিন্দা নরেন্দ্র সিং নামে এক ব্যক্তি বৃহস্পতিবার নারায়ণপুর থানায় অভিযোগ করেন যে সোশ্যাল মিডিয়া সাইটে পরিচয় হওয়া এক মহিলা নিজেকে নাসার ডিআরডিও তে সুপার অ্যান্টিক মেটাল ডেলিভারির এজেন্ট বলে পরিচয় দেয় এবং অভিযোগকারীকে বলে যে এই সুপার অ্যান্টিক মেটাল কম পয়সায় কিনে নাসাতে ডেলিভারি করবে এবং সেখান থেকে দ্বিগুণ টাকা পাওয়া যাবে৷ সেই কারণে ইনভেস্টর হিসাবে তাঁরা বিভিন্ন ব্যক্তির থেকে টাকা নেয় এবং সেই টাকার লাভের অংশ প্রত্যেক ইনভেস্টরকে দেওয়া হবে৷

অভিযোগকারী পুলিশকে জানায়, মহিলা এইভাবে প্রলোভন দেখিয়ে একাধিকবার অভিযোগকারীর কাছ থেকে ধাপে ধাপে টাকা নেয়৷ নারায়ণপুর থানা এলাকার ডিরোজিও কলেজ সংলগ্ন একটি জায়গায় এই টাকার লেনদেন হয় বলে তিনি পুলিশের কাছে দাবি করেন৷ অভিযোগ, টাকা নেওয়ার পরই অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অভিযুক্ত মহিলা।

অভি়যোগের ভিত্তিতে তদন্তে নামে নারায়ণপুর থানার পুলিশ৷ বৃহস্পতিবার রাতেই এয়ারপোর্টের বাসিন্দা মধুমিতা সাহা নামে ওই মহিলাকে গ্রেফতার করে নারায়নপুর থানার পুলিশ। ওই মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় ২২ হাজার টাকা এবং বেশ কিছু নথি। ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে এবং ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে গোটা বিষয়ে তদন্ত করা হবে যে এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *