মন্দারমনি যাওয়ার পথে গাড়ি উলটে তরুণীর মৃত্যু

হওড়া: মন্দারমনি যাওয়ার পথে হাওড়ার পাঁচলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ম্যানেজমেন্ট পড়ুয়ার৷ মৃতের নাম হর্শিতা খেমকা৷ বয়স ২৮ বছর৷ বাড়ি বেহালার বুড়ো শিবতলা রোড এলাকায়৷ এদিন পাঁচলার ডাকঘর এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনার পর বিলাসবহুল গাড়িটি টিনের বাক্সের মতো তুবড়ে যায়৷ দুর্ঘটনায় জখম হন ওই তরুণীর বন্ধুরাও৷

মন্দারমনি যাওয়ার পথে গাড়ি উলটে তরুণীর মৃত্যু

হওড়া: মন্দারমনি যাওয়ার পথে হাওড়ার পাঁচলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ম্যানেজমেন্ট পড়ুয়ার৷ মৃতের নাম হর্শিতা খেমকা৷ বয়স ২৮ বছর৷ বাড়ি বেহালার বুড়ো শিবতলা রোড এলাকায়৷ এদিন পাঁচলার ডাকঘর এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনার পর বিলাসবহুল গাড়িটি টিনের বাক্সের মতো তুবড়ে যায়৷ দুর্ঘটনায় জখম হন ওই তরুণীর বন্ধুরাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + twenty =