চার বছরের রেকর্ড ভেঙে নজরির গড়ল বঙ্গের শীত

কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরও এক দফায় শীতের আমেজ আরও কয়েক দিন স্থায়ী থাকবে৷বুধবার সাংবাদিক বৈঠক করে শীতের পূর্বাভাস দিল হাওয়া অফিস৷ জানানো হয়েছে, আগামী কয়েক দিন রাজ্যের গড় তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি৷ স্বাভাবিকের থেকে দু’এক ডিগ্রি কম থাকবে বলে জানা গিয়েছে৷ আর তার জেরেই নতুন বছর পর্যন্ত কনকনে শীত চলবে৷ ২০১৪ সালের

চার বছরের রেকর্ড ভেঙে নজরির গড়ল বঙ্গের শীত

কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরও এক দফায় শীতের আমেজ আরও কয়েক দিন স্থায়ী থাকবে৷বুধবার সাংবাদিক বৈঠক করে শীতের পূর্বাভাস দিল হাওয়া অফিস৷ জানানো হয়েছে, আগামী কয়েক দিন রাজ্যের গড় তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি৷ স্বাভাবিকের থেকে দু’এক ডিগ্রি কম থাকবে বলে জানা গিয়েছে৷ আর তার জেরেই নতুন বছর পর্যন্ত কনকনে শীত চলবে৷ ২০১৪ সালের পর এই প্রথম রাজ্যের তাপমাত্রা নামল ১২ ডিগ্রির কাছাকাছি৷

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১২-১৩ ডিগ্রির আশপাশে থাকবে। জেলাগুলিতে তাপমাত্রা থাকবে আরও কম। পশ্চিমাঞ্চলের অনেক জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে ঘোরাফেরা করছে। তবে এখনও পর্যন্ত রাজ্যের কোথাও শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করেনি আবহাওয়া দপ্তর। উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, গুজরাত সহ উত্তর-পশ্চিম ভারতের বেশ কয়েকটি রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে৷

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই দফার শীত দীর্ঘস্থায়ী হওয়ার কারণ কী? কনকনে ঠান্ডা পড়ার মূলে রয়েছে উত্তুরে হাওয়া। কাশ্মীর-হিমাচল প্রদেশের দিক থেকে উত্তুরে হাওয়া উত্তর ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত আসে। উত্তুরে হাওয়া সক্রিয় থাকার কারণে শীত চলছে। সঞ্জীববাবু জানিয়েছেন, আবহাওয়ামণ্ডলে যে ধরনের পরিস্থিতি তৈরি হলে উত্তুরে হাওয়া বাধা পায়, এখন তা নেই। সেরকম পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যে তৈরি হবে, এমন কোনও ইঙ্গিত নেই। কাশ্মীর, হিমাচল প্রদেশের উপর কোনও নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবাহিত হওয়ার সময় উত্তুরে হাওয়া সাময়িকভাবে কয়েকদিনের জন্য দুর্বল হয়ে পড়ে। গত কয়েকদিন ধরে শক্তিশালী কোনও ঝঞ্ঝা ওই এলাকায় আসেনি। কোনও ঝঞ্ঝা এলে রাজস্থানের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়ে উত্তুরে হাওয়াকে বাধা দেয়। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়ার বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বেশি ঢুকলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়ে। সেরকম পরিস্থিতি এখন নেই। এই সব কারণে তাপমাত্রা বাড়ছে না। তাই শীতের আমেজে বর্ষশেষের দিনগুলি বেশ উপভোগ্য হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + one =