কলকাতা: মার্চ মাস এগনোর সঙ্গে তাপমাত্রা চড়তে শুরু করেছে। আগামীদিনে গরম আরও বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদরা বলছেন, উত্তর ভারতে শীতের ছোঁয়া কিছুটা বেশিদিন স্থায়ী হওয়ায় মার্চ মাসে সেখানে হাল্কা ঠান্ডা রয়েছে। কিন্তু দক্ষিণ ভারতে তাপমাত্রা আগেই চড়তে শুরু করেছে। এখনই দক্ষিণ ভারতের অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি চলে এসেছে। সূর্যের উত্তাপ বেশি পরিমাণে পাওয়ার জন্যই এই পরিস্থিতি। দক্ষিণ ভারতের মতো অতটা না হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মার্চ মাসে তাপমাত্রা অনেকটা বেড়ে যায়। মার্চে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে চলে আসার নজিরও এখানে আছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা এতটা বাড়বে বলে তাঁরা মনে করছেন না। কলকাতায় আপাতত কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশপাশে থাকবে।