বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণ, ধৃত ২ তৃণমূল নেতার পুলিশ হেফাজত

বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণ, ধৃত ২ তৃণমূল নেতার পুলিশ হেফাজত

হাওড়া: ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত দুই তৃণমূল নেতা জয়নাল মল্লিক ও শেখ সাহিদকে ৬দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত৷ সোমবার ধৃতদের উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন৷ পুলিশ সূত্রের খবর, ওই ঘটনায় তৃণমূলের আরও দুই স্থানীয় নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ তারা হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি কুতুবদ্দিন মল্লিক ও যুব সভাপতি দেবাশিস রানা৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমতা বিধানসভা কেন্দ্রের বাগনান থানা এলাকার রাইনান গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা গিয়েছে, সংশ্লিষ্ট বুথে এবারের নির্বাচনে লিড পেয়েছিল বিজেপি৷ স্বভাবতই, ফল বেরানোর পর থেকেই সংশ্লিষ্ট বিজেপি কর্মী তৃণমূলের স্থানীয় নেতাদের টার্গেটে ছিলেন৷  শনিবার ওই কর্মী দলীয় কাজে কলকাতায় গিয়েছিলেন৷ এদিকে দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রী ব্রেন স্ট্রোকে আক্রান্ত৷ অভিযোগ, এই দিন রাতে ওই বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর নাম ধরে ডাকেন কুতুবুদ্দিন সহ অভিযুক্তেরা৷

স্বামী ফিরেছে ভেবে অসুস্থ স্ত্রী দরজা খুলতেই তার হাত মুখ বেঁধে পর পর পাঁচজনে ধর্ষণ করে বলে অভিযোগ৷ সকালে ঘুম থেকে উঠে বড় ছেলে দেখে মায়ের হাত, পা বাঁধা৷  বর্তমানে উলুবেড়িয়া হাসপাতালে তিনি চিকিৎসাধীন৷ এদিকে এই ঘটনায় হাওড়ার তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, ‘‘রাজনীতির রঙ দেখার প্রশ্নই ওঠে না৷ খুবই নিন্দনীয় কাজ৷ পুলিশকে বলা হয়েছে, অপরাধীদের গ্রেফতার করতে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =