বাড়ি ফিরতে চাইছে না স্ত্রী, শ্বশুরবাড়ির সামনে ধর্না স্বামীর

বহরমপুর: সাত বছরের প্রেমপর্ব মেটানোর পর গত চার মাস আগে বাড়ির অমতে পালিয়ে হয়েছিল বিয়ে৷ মাস দু’য়েক চুটিয়ে সংসার করেছেন তাঁরা৷ এরপরই ছন্দপতন৷ বাপের বাড়ি থেকে আর শ্বশুরবাড়িতে ফিরে নারাজ প্রেমিকা স্ত্রী৷ বিবাহিত স্ত্রীকে ফিরিয়ে পেতে এবার শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেছেন যুবক স্বামী৷ দাবি, ফিরিয়ে দাও ভালবাসা৷ নাহলে এখানেই আত্মহত্যা করব৷ সকাল থেকে দুপুর পর্যন্ত

বাড়ি ফিরতে চাইছে না স্ত্রী, শ্বশুরবাড়ির সামনে ধর্না স্বামীর

বহরমপুর: সাত বছরের প্রেমপর্ব মেটানোর পর গত চার মাস আগে বাড়ির অমতে পালিয়ে হয়েছিল বিয়ে৷ মাস দু’য়েক চুটিয়ে সংসার করেছেন তাঁরা৷ এরপরই ছন্দপতন৷ বাপের বাড়ি থেকে আর শ্বশুরবাড়িতে ফিরে নারাজ প্রেমিকা স্ত্রী৷ বিবাহিত স্ত্রীকে ফিরিয়ে পেতে এবার শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেছেন যুবক স্বামী৷

দাবি, ফিরিয়ে দাও ভালবাসা৷ নাহলে এখানেই আত্মহত্যা করব৷ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিবেশীদের মোন জয় করলেও আইন-শৃঙ্খলার অবনতির দায়ে ওই যুবক স্বামীকে আটক খাগড়া পুলিশ ফাঁড়ির৷ রবিবারের এই ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়েছে বহরমপুর থানার কাশিমবাজার দিঘিপাড়ায়৷ মালদহের বাসিন্দা ওই যুবকের নাম দেবাশিস রায়৷ পুলিশের উপস্থিতিতে স্বামীর মুখের ওপর তাঁর সঙ্গে সংসার না করার হুমকি দিয়েছেন বছর একুশের ওই যুবতী স্ত্রী৷

চার মাস আগে লুকিয়ে বিয়ে করে বিয়ে করেন দেবাশিস ও রিয়া৷ বিয়ের মাসখানেক পর রিয়ার বাবার মেয়ে-জামাইকে আমন্ত্রণ করে বাড়িতে নিয়ে যান৷ ছ’দিন থাকার পর স্ত্রীকে নিয়ে মালদায় নিজের বাড়িতে ফিরতে চেয়েছিলেন দেবাশিস৷ কিন্তু, ফিরতে নারাজ স্ত্রী৷ ওই যুবতী ফোনে যোগাযোগ বন্ধ করে দেন৷ এর প্রতিবাদে রবিবার সকালে দু’জনের ছবি নিয়ে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসে বেসরকারি সংস্থার কর্মী দেবাশিস৷ কিন্তু রিয়া সাফ জানিয়ে দেন, দেবাশিসের সঙ্গে আর ঘর করতে চান না তিনি৷ কারণ দেবাশিসের আচার-আচারণ খারাপ৷ মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন৷ অভিযোগ অস্বীকার করে দেবাশিস জানিয়েছেন, শ্বশুরবাড়ির লোকজন রিয়াকে তুকতাক করে এই কথা বলাতে বাধ্য করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + fifteen =