মধ্যমগ্রাম: গত বছর অক্টোবর মাসের সেই দৃশ্য অনেকের মনে আছে। অশান্ত পাহাড়ে দার্জিলিংয়ের জঙ্গলে বিমল গুরুং বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত এসআই অমিতাভ মালিকের দেহ জড়িয়ে কাঁদছেন স্ত্রী বিউটি মালিক। অমিতাভর স্মরণে তাঁর নামে পার্ক তৈরি করেছে মধ্যমগ্রাম পুরসভা। কিন্তু রবিবার সেই পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক পেলেন না বিউটি। উদ্যোক্তাদের অভিযোগ, অমিতাভর মৃত্যুর পর বিউটি অমিতাভর বাড়ির সদস্যদের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করেছেন। সে কারণের উদ্বোধনী অনুষ্ঠানে ডাকা হয়নি তাঁকে। মধ্যমগ্রাম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি অমিতাভর। স্থানীয় কাউন্সিলর পঙ্কজকান্তি চন্দ অমিতাভর নামে পার্ক তৈরির উদ্যোগ নেন। পার্কের নাম দেওয়া হয়েছে ‘শহিদ অমিতাভ মালিক স্মৃতি রক্ষা উদ্যান’। অমিতাভর মৃত্যুর পর সরকারের উদ্যোগে পুলিশে চাকরি পান বিউটি। কিন্তু তারপর থেকে নানা বিতর্ক শুরু হয় তাঁকে নিয়ে। শ্বশুরবাড়ির সঙ্গে দুর্ব্যবহারের পাশাপাশি শপিং মলে গিয়েও খারাপ আচরণের অভিযোগ ওঠে বিউটির বিরুদ্ধে। কাউন্সিলর পঙ্কজকান্তি বিশ্বাস বলেন, ‘অমিতাভর পরিবারে সঙ্গে বিউটি মালিক যেহেতু কোনও সম্পর্ক রাখেননি তাই তাঁকে অনুষ্ঠানে ডাকার কোনও প্রয়োজন মনে করছি না।’
অমিতাভ মালিকের নামে পার্কের উদ্বোধনে ডাক পেলেন না স্ত্রী
মধ্যমগ্রাম: গত বছর অক্টোবর মাসের সেই দৃশ্য অনেকের মনে আছে। অশান্ত পাহাড়ে দার্জিলিংয়ের জঙ্গলে বিমল গুরুং বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত এসআই অমিতাভ মালিকের দেহ জড়িয়ে কাঁদছেন স্ত্রী বিউটি মালিক। অমিতাভর স্মরণে তাঁর নামে পার্ক তৈরি করেছে মধ্যমগ্রাম পুরসভা। কিন্তু রবিবার সেই পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক পেলেন না বিউটি। উদ্যোক্তাদের অভিযোগ, অমিতাভর মৃত্যুর পর বিউটি অমিতাভর