কৃষকদের মুখে রুটে তুলে দিয়ে উত্তরকন্যায় লংমার্চে নামল সারা ভারত কৃষকসভা

শিলিগুড়ি: কৃষিঋণ মকুব ও উৎপাদিত ফসলের ন্যায্য দামসহ একাধিক দাবিতে আজ উত্তরবঙ্গের কৃষকদের নিয়ে উত্তরকন্যায় লংমার্চে নামল সারা ভারত কৃষকসভা। তার আগে বুধবার রাতে শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকা থেকে বাড়ি বাড়ি ঘুরে রুটি সংগ্রহ অভিযান করা হল। কৃষকদের মুখে খাবার তুলে দিতে সংগ্রহ হল এক লাখ রুটি। জনসংযোগ ও প্রচারের অঙ্গ হিসেবেই পুরোনো পন্থায়

কৃষকদের মুখে রুটে তুলে দিয়ে উত্তরকন্যায় লংমার্চে নামল সারা ভারত কৃষকসভা

শিলিগুড়ি: কৃষিঋণ মকুব ও উৎপাদিত ফসলের ন্যায্য দামসহ একাধিক দাবিতে আজ উত্তরবঙ্গের কৃষকদের নিয়ে উত্তরকন্যায় লংমার্চে নামল সারা ভারত কৃষকসভা। তার আগে বুধবার রাতে শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকা থেকে বাড়ি বাড়ি ঘুরে রুটি সংগ্রহ অভিযান করা হল। কৃষকদের মুখে খাবার তুলে দিতে সংগ্রহ হল এক লাখ রুটি। জনসংযোগ ও প্রচারের অঙ্গ হিসেবেই পুরোনো পন্থায় রাত জেগে বাড়ি বাড়ি রুটি সংগ্রহ অভিযানে নামেন শিলিগুড়ির বাম নেতা-কর্মীরা। আজ, বেলা এগারোটায় শুরু হয় অভিযান। তার আগে কৃষকদের হাতে তুলে দেওয়া হবে সংগৃহীত রুটি৷ তাই রাত জেগে সেই রুটি সাজানোর কাজ করেছেন বাম নেতা-কর্মীরা৷

কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও দার্জিলিঙ ছয় জেলা থেকেই আসেন কৃষকরা৷ পাহাড় থেকেও আসেন বেশ কয়েকজন কৃষক। বিজনবাড়ি থেকে দুটি গাড়ি করে ভোরবেলায় রওনা দেন কৃষকরা। মিরিক, সুখিয়া থেকেই গাড়ি করা হয়৷ সমতলে তবু একটা দপ্তর আছে কৃষির। হিলে সেটাও নেই। আদা চাষ, বড় ইলাচ, কমলালেবু চাষ করে কী অবস্থা এখানকার কৃষকদের তা জানাতেই পাহাড়ের কৃষকরাও আসেন উত্তরকন্যা অভিযানে।

শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের আমন্ত্রণে শিলিগুড়ি এসেছেন কৃষকসভার এই সর্বভারতীয় নেতা। মিছিলে যোগ দিয়ে তিনি অভিযোগ করে বলেন, দিল্লিতে মোদি আর বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য বাস্তবে কিছুই করছেন না। ফড়েরা ধান বিক্রির টাকা ঘরে নিয়ে যাচ্ছে। বঞ্চিত থাকছে কৃষক। চা শ্রমিক বা অন্য শ্রমিকদেরও একই দুর্দশা। তাই উত্তরবঙ্গের কৃষক, মজুরদের সংগঠিত করতে আজকের সমাবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 8 =