সপ্তমীতে সুখবর, দুর্যোগ-মুক্ত উৎসবের বাংলা, বলছে হাওয়া অফিস

সপ্তমীতে সুখবর, দুর্যোগ-মুক্ত উৎসবের বাংলা, বলছে হাওয়া অফিস

কলকাতা: একদিকে করোনা মহামারী, অন্যদিকে উৎসবের দিনগুলিতে নিম্নচাপ বৃষ্টি৷ সব মিলিয়ে এ বছরের দুর্গোৎসবের আনন্দ কিছুটা হলেও ফিঁকে করে দেওয়ার ফন্দি এঁটেছিল প্রকৃতি৷ কিন্তু, শেষ পর্যন্ত বাঙালির প্রাণের উৎসবের আনন্দের কাছে কার্যত নতি স্বীকার করতে বাধ্য হল নিম্নচাপ৷

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের সৌজন্যে ষষ্ঠী থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে গোটা দক্ষিণবঙ্গে৷ সপ্তমীর সকালেওতার ব্যথিক্রম ছিল না৷ সকালে দফায় দফায় বৃষ্টির পর এবার গোটা দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর শোনাল আবহাওয়া অফিস৷ উৎসবের দিনগুলিতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছিল দক্ষিণবঙ্গের উপকূলের ৩ জেলায়, তা এবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে৷ জানানো হয়েছে, নিম্নচাপ ধধীরে ধীরে সরে যাচ্ছে৷ সাগরদ্বীপ হয়ে তা বাংলাদেশের দিকে অতিক্রম করছে৷ বাংলাদেশের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নিম্নচাপ৷ ফলে অতি ভারী বৃষ্টিপাতের আর কোনও পূর্বাভাস আর নেই৷ তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে  দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়৷ বিক্ষিপ্ত ভাবে আজ বৃষ্টি হতে পারে৷ আগামীকাল থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে যাবে বলে জানিয়েছে আবহাওয়ার দফতর৷ উন্নতি হবে আবহাওয়ার৷

সপ্তমীতে সুখবর দিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ধীরে ধীরে সরে যাচ্ছে নিম্নচাপ৷ বঙ্গোপসাগরে নিম্নচাপ সরছে বাংলাদেশের দিকে৷  ফলে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না৷ দক্ষিণবঙ্গে বেশকিছু জেলায় ঝড়ো হাওয়া সতর্কতাও আপাতত আর নেই৷ আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 9 =