নদীয়া: দোরগোড়ায় পুজো৷ অথচ হু হু করে বাড়ছে ভাগীরথী নদীর জল৷ প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছে ভাগীরথী নদী তীরবর্তী এলাকার বসবাসকারী সাধারণ মানুষ।
গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের জেরে ডিভিসি থেকে শুরু করে অন্যান্য ব্যারেজগুলি থেকে জল ছাড়ার কারণে গত তিন দিন ধরে শান্তিপুর ভাগীরথী নদীতে হু হু করে জল বাড়তে শুরু করে। প্রতিদিনই জলের উচ্চতা এক ফুটের বেশি বাড়ার কারণে ইতিমধ্যে শান্তিপুর স্টিমার ঘাট, মাঠপাড়া, বক্তার ঘাট সহ বিস্তীর্ণ এলাকার চাষের জমি থেকে শুরু করে বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে যায়। পাশাপাশি মঙ্গলবার ভাগীরথী নদীতে আবারও জল বেড়ে যাওয়ার কারণে এবার জলমগ্ন শান্তিপুর কালনা ঘাটের বিস্তীর্ণ এলাকা।
মঙ্গলবার সকাল থেকেই ভাগীরথী নদীতে আবারও নতুন করে হু হু করে জল বাড়ার কারণে কালনা ঘাটের বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি চাষের জমিতে জল ঢুকে যায়৷ নিত্যযাত্রীদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই নদী পারাপার করতে হচ্ছে তাদের। যদিও নদী পারাপার সচল থাকলেও নিত্যযাত্রীদের ক্ষেত্রে প্রতিনিয়ত ঝুঁকি থেকে যাচ্ছে। তবে যেভাবে প্রতিদিনই ভাগীরথী নদীতে জল বাড়ছে আগামী কয়েকদিনের মধ্যে তা যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে পুজোর আগেই হয়তো বন্যা হওয়ার সম্ভাবনা। এমনটাই জানাচ্ছেন নদী তীরবর্তী এলাকার বসবাসকারী সাধারণ মানুষেরা। তাঁদের কথায়, বছর বছর বন্যায় সব শেষ হয়ে যাচ্ছে৷ এদিকে জিনিস প্রত্রের আকাশ ছোঁয়া দাম৷ বাঁচব কি করে?