বাংলা ভোটে বদলে যাচ্ছে ভোটের পদ্ধতি, নতুন সুবিধা কমিশনের

বাংলা ভোটে বদলে যাচ্ছে ভোটের পদ্ধতি, নতুন সুবিধা কমিশনের

44ad1a2ffc3b66b92869680d399e8ebe

 

কলকাতা: আসন্ন বিধানসভার ভোট প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের চমকপ্রদ প্রচেষ্টা। বৃদ্ধ, করোনা আক্রান্ত এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য এবার বাংলার নির্বাচন প্রক্রিয়ায় বড় রদবদল হতে চলেছে। বাংলার যেসব ভোটারদের বয়স ৮০ বছরের উপরে তাদের আর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে না। বিশেষভাবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের।

পাশাপাশি, করোনা আক্রান্ত কিংবা সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছে এমন ব্যক্তিদের জন্য বাড়িতে বসেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুবিধা নিয়ে আসা হল। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হলেই নির্দিষ্ট কেন্দ্রগুলিতে ভোটারদের বাড়িতে বাড়িতে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদনপত্র পৌঁছে যাবে। পাশাপাশি নতুন নিয়ম অনুযায়ী, নির্বাচন ঘোষণার পর এই নির্দিষ্ট কেন্দ্রগুলিতে প্রার্থীদের হাতে রিটার্নিং অফিসার পোস্টাল ব্যালটে ভোটদাতাদের তালিকা তুলে দেবে।

পাঁচ রাজ্যের বিধানসভা ভোট নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতির ময়দানে। দুয়ারে কড়া নাড়ছে আসন্ন বিধায়কদের ভবিষ্যৎ। জোর কদমে চলছে তৃণমূল-বিজেপি তরজা। তারই মাঝে নিত্য-নতুন ভোট প্রক্রিয়া নিয়ে অভিনব ঘোষণা করছে জাতীয় নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *