বদলাচ্ছে ভাইরাসের গতিপ্রকৃতি, উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল

বদলাচ্ছে ভাইরাসের গতিপ্রকৃতি, উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল

নয়াদিল্লি: দেশজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ৷ করোনার ভয়াবহ গ্রাফ ক্রমেই বাডতে থাকায় উদ্বেগজনক হয়ে উঠছে৷ এমন পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে সংক্রমণের গতি পরিস্থিতি সম্পর্কে।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক এক গবেষণায় বিভিন্ন পরিবেশে ভাইরাসের আয়ু সম্পর্কে আলোকপাত করেছেন! গবেষণায় জানা যায় বদ্ধ পরিবেশে বাড়ে কোভিড সংক্রমণের আশঙ্কা। শৌচালয়ে কোভিড আক্রান্ত ব্যক্তি স্নানঘর ব্যবহার করলে তার পর প্রায় কুড়ি মিনিট সেই পরিবেশে থেকে যেতে পারে ভাইরাস।

অফিসের পরিবেশে যেখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪০  শতাংশের কাছাকাছি, সেখানে মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই সংক্রমণ ক্ষমতা অর্ধেক কমে যায় ভাইরাসের। গবেষকরা আরও জানান, আর্দ্র পরিবেশে সংক্রমণ ঝড়ের গতিতে ছড়ায়। বাথরুমের বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকে ৯০ শতাংশের মতো। এই পরিবেশে পাঁচ মিনিট পরেও বাতাসে সংক্রমণযোগ্য থাকে অর্ধেক কোভিড অনু। কুড়ি মিনিট পর সংক্রমণ যোগ্য ভাইরাসের সংখ্যা কমে হয় প্রায় ১০ শতাংশ।

ডেল্টা থেকে ওমিক্রন একের পর এক রূপ বদল করেছে কোভিড। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, স্বাদ-গন্ধের অনুভূতি হারানোর অপেক্ষা না করে গলা ব্যথা হলেই কোভিড পরীক্ষা করিয়ে নেওয়া বাঞ্চনীয়। যদিও ইকিমধ্যে কোভিড পরীক্ষার বিষয়ে দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, উপসর্গ দেখা না দিলে কোভিড পরীক্ষা করানোর প্রয়োজন নেই৷ বরং সাতদিনে নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *