Aajbikel

লোকালয়ে ঢু মেরে বনে ফিরল বাঘ, ভয়ে জাল দিয়ে ঘেরা হল গ্রাম

 | 
বাঘ

কলকাতা: গত বছর তেনার দেখা মেলেনি। তবে এবার শীত পড়ার আগেই পাথরপ্রতিমায় ছড়াল বাঘের আতঙ্ক৷ শ্রীধরপুর গ্রামে মিলল বাঘের পায়ের ছাপ৷  দু’বছর আগে কুলতলির লোকালয়ে একাধিকবার বাঘ ঢুকেছিল। দু’বছর পর ফের হানা দিল বাঘ৷ যদিও বন বিভাগের কর্তারা বলছেন, বাঘ গ্রামে ঢুকলেও সে আবার জঙ্গলে ফিরে গিয়েছে। তবুও সতর্ক এলাকার মানুষ৷ জনজীবন রক্ষা করতেই গ্রামের চারদিক জাল দিয়ে ঘিরে ফেলে হল। সকাল থেকে সেখানে নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। 


স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে এক গ্রামবাসী বাঘ চাক্ষুষ করেন। এর পর গোটা গ্রামে সেই খবর ছড়িয়ে পড়ে। বনকর্মীদের কাছেও খবর যায়। তারা এলাকায় ছুটে আসেন৷  সেখানে পৌঁছে নদীর চরে দক্ষিণরায়ের পায়ের ছাপ দেখতে পান তাঁরা। গ্রামবাসীদের দাবি, এই পায়ের ছাপ থেকেই প্রমাণ যে গ্রামে বাঘ ঢুকেছিল। তবে বাঘটি যে আবার জঙ্গলে ফিরে গিয়েছে, সেটাও পায়ের ছাপ দেখেই স্পষ্ট৷ বনকর্তাদের বক্তব্য, জঙ্গল থেকে বেরিয়ে নদী সাঁতরে গ্রামে লোকালয়ে ঢুকে এসেছিল বাঘটি। সেই বাঘের হদিশ পেতে বৃহস্পতিবার ড্রোনও ওড়ানো হয়৷ তবে তার কোনও হদিশ পাওয়া যায়নি। 

Around The Web

Trending News

You May like