প্রেসিডেন্সির পড়ুয়াদের বিক্ষোভ নিয়ে মুখ খুললেন উপাচার্য

প্রেসিডেন্সির পড়ুয়াদের বিক্ষোভ নিয়ে মুখ খুললেন উপাচার্য

9128b6b7b8963059da7b4d2b962e3861

কলকাতা: হিন্দু হস্টেল ফিরিয়ে দেওয়া ও হস্টেল কর্মীদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। হস্টেল সংক্রান্ত সমস্যা নিয়ে কয়েকদিন ধরেই পড়ুয়াদের দাবিদাওয়ার কথা শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার বিকেল থেকে সেই দাবিতেই বিক্ষোভে বসেন আন্দোলনকারী পড়ুয়ারা। উপাচার্য অনুরাধা লোহিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে চান তাঁরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, তিনি অনেকবার কথা বলতে চেয়েছেন। তাছাড়া অনেককিছুই যে তাঁর এক্তিয়ারে নেই, সেই কথাও বলেছেন তিনি।

এর আগে উপাচার্য সাফ জানিয়েছিলেন, অবরোধ করে সমস্যার সমাধান হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি আলোচনায় বসবেন। যদিও সংবাদসূত্রের দাবি, এর আগে বহুবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ তাঁরা করলেও উপাচার্যের তরফে কোনও সদুত্তর পাননি তাঁরা। এদিকে ৬ মার্চ উপাচার্য বলেন, 'আমরা ওদের সঙ্গে অনেকবার কথা বলেছি। ওদের যা যা দাবি ছিল ২৭ জানুয়ারি তার উত্তর দিয়েছি।'

এদিন তিনি আরও বলেন, 'ওদের একটাই কথা, ওরা যা বলেছে আমাদের মানতে হবে। পড়ুয়াদের প্রতি আমরা সবসময় সহানুভূতিশীল। আমরা বুঝি ওদের কথা। আমরা নতুন হস্টেল করে দিয়েছি। তা সত্ত্বেও ওদের দাবির শেষ নেই। আর এখন যেটা চাইছে, হস্টেলের কর্মী কারা হবেন, সেটাও ওরা ঠিক করবে। এটা সম্ভব নয়। ওরা চাইতে পারে যে, খাবারের গুণমান কেমন হবে। সেটা আমাদের দেখার বিষয় যে ওদের ভাল গুণমানের খাবার দেওয়া। কিন্তু হস্টেলের কর্মী কে হবেন, এটা পড়ুয়াদের দাবি করা ঠিক নয়। এখন না, আমি গত একমাত্র ধরেই জানিয়েছি, ওরা যদি আমার সঙ্গে কথা বলতে চায়, ওদের পরিস্থিতিটা একবারে স্বাভাবিক করে দিতে হবে। সেখানে আমার কোনও এক্তিয়ারই নেই ব্যবস্থা নেওয়ার। ওরা রাস্তায় বসেছে। ওখানে আমরা কী ব্যবস্থা নিতে পারি? আমরা ওদের অনেকবার বলেছি, যেটা করতে পারব না, সেটা জোর করো না। তবুও ওরা যদি রাস্তায় বসে যেতে পারে, তাহলে তো ওরা যা চাইবে সেটাকেই মেনে নিতে হবে। কোনও নিয়মকানুন নেই।'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *