কলকাতা: মাস গেলে লাইব্রেরিয়ানের বেতন ৭০০০ টাকা। চতুর্থ শ্রেণীর কর্মী সেখানে পান মাসিক ৬৩০০ টাকা। আর অস্থায়ী কর্মী হলে দিনপ্রতি পান ১০০ টাকা। তাও হাজিরা দিলে। এমনই বেতন পাচ্ছেন কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের কর্মীরা।
এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে বারংবার তাঁরা কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন করে সাড়া না পেয়ে এবার আন্দোলনের পথে হেঁটেছেন। কয়েকদিন ধরে চলা সেই আন্দোলনের পরেও পরিস্থিতির বদল না হওয়ায় কাল, সোমবার থেকে তাঁরা গণছুটি ও অবস্থান আন্দোলনের কর্মসূচী নিয়েছেন। যা বাস্তবায়িত হলে রাজ্যের শীর্ষ আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি সম্পর্কে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ভিত্তিতে আন্দোলন আপাতত স্থগিত রাখার জন্য সোমবারই আন্দোলনকারীদের অনুরোধ করা হবে।