রাজ্যের বিরুদ্ধে করোনার তথ্য লুকানোর অভিযোগ তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাজ্যের বিরুদ্ধে করোনার তথ্য লুকানোর অভিযোগ তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

66c708e0eecf972614d4b258a697aea8

কলকাতা: ইতিমধ্যে ভ্যাকসিনেশনে ১০০কোটি লক্ষ্যমাত্রা ছুঁয়েছে মোদীর নেতৃত্বাধীন দেশ৷ অথচ পশ্চিমবঙ্গে উল্টো চিত্র৷ এখানে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে ভাইরাসের তথ্য ধামাচাপা দেওয়া হয়৷ লক্ষ্মীবারে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এমনই বিস্ফোরক দাবি করেছেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা দেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের৷

কোনও রাখ ঢাক না রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিষেদাগার উড়িয়ে সুভাষ সরকারের অভিযোগ, ‘‘আমি বলব, কোনও রকম তথ্য না লুকিয়ে টেস্ট বাড়ানো৷ আমরা দেখেছিলাম প্রথম দফায় বা দ্বিতীয় দফায় যেভাবে সমস্ত তথ্য লুকানো হচ্ছিল সেটা যেন না এবারে না করে।’’ এরপরই কটাক্ষের সুরে যোগ করেছেন, ‘‘না হলে দেখা যাবে আবার কন্ট্রোলে মধ্যেই থাকবে পশ্চিমবঙ্গ!’’

ইতিমধ্যে কর্ণাটকে স্কুল খুলতেই সেরাজ্যে বেশ কিছু পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছেন৷ এহেন আবহে পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনার সংক্রমণ৷ তবু ১৫ নভেম্বর থেকে স্কুল খোলার কথা ঘোষণা করেছে রাজ্য৷ তা নিয়ে বিভিন্ন রকম মত উঠে আসছে৷ এবিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘‘স্কুল খোলা, না খোলা সেটা রাজ্যের সাবজেক্ট৷ ডিসিশন রাজ্যকে নিতে হবে৷ কেন্দ্র উপদেশ দিতে পারে। কিন্তু সবটাই নির্ভর করবে এই কদিনের মধ্যে কোভিডের পরিস্থিতি কেমন রয়েছে, তার ওপর৷’’

একই সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরেরও তীব্র কটাক্ষ করেছেন সুভাষ সরকার৷ বিজেপি নেতা বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ২০১৯ সালের এই ধরনের প্রচেষ্টা করেছিলেন৷ তার ফল কি হয়েছে সারা ভারতবর্ষের মানু,ষ বাংলার মানুষ দেখেছেন৷ শুধু পশ্চিমবঙ্গকে দিয়ে গোটা ভারতবর্ষ ভাবলে হবে না৷ কারণ পশ্চিমবঙ্গের ১৩ গুণ লোকসভার সদস্য সারা ভারতবর্ষে আছে৷ আর গোয়াতে ওনাদের সাংগঠনিক স্থিতি কোথায়? গোয়াতে তৃণমূলকে কে চেনে? কোথাও কংগ্রেস, কোথাও বাম, কোথাও বিভিন্ন আঞ্চলিক দলকে ভর করে উনি অনেক স্বপ্ন দেখছেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *