নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বিজেপির হাইভোল্টেজ সভার জন্য সেজে উঠেছিল ডুমুরজলা৷ এবার ডুমুরজলা ময়দান সংলগ্ন এলাকায় ৭ ফেব্রুয়ারি পাল্টা সভা করতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল৷ রবিবার এমনটাই জানালেন সমবায় মন্ত্রী অরূপ রায়৷ একইসঙ্গে গেরুয়া শিবিরকে করলেন কটাক্ষ৷ বললেন যারা আজ বিজেপির সভায় এসেছিলেন তাদের মোকাবিলা করতে হাওড়া জেলার নেতারাই কাফি৷
পাশাপাশি অরূপ রায়ের দাবি, আমরা হাওড়ার ১৬টি আসনেই জয়লাভ করব। একটাও আসন দখল করে দেখাক ওরা৷ ডোমজুড় কেন্দ্রে দল যাকেই প্রার্থী করুক আমরা বিপুল ভোটে জিতব। যারা বিজেপিতে যোগদান করছেন এদের কোনো নীতি নেই। আদর্শ নেই। নিজের স্বার্থসিদ্ধির জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। হাওড়া জেলায় একটি আসন ওরা দখল করে দেখাক। একইসঙ্গে রাজীবের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন অরূপ৷ বলেন, এবার থেকে বিরোধী নেতাকে যেমন মর্যাদা দেয় তেমনই দেব৷
রথীন চক্রবর্তীকে নিয়ে এদিন মুখ খোলেন মন্ত্রী৷ বলেন, উনি কবে দল করলেন। উনি মেয়র হয়েছেন। পাঁচ বছর মেয়র হিসেবে দায়িত্বে ছিলেন। মেয়র পদও চলে গেছে। তাঁরও বিদায় হয়ে গেছে। দল যারা করে, দলের জন্য যারা ত্যাগ করে, তারা দলের মর্ম বোঝে। অনেক টাকা আসছে বাইরে থেকে। এই কারণেই অনেকে দলত্যাগ করছেন। এবং তারা দলের বিরুদ্ধে কথা বলছেন।
এদিন তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য বলেন, বিজেপি ডুমুরজলায় আজকে যে সভা করেছে সেই সভায় ভুল জাতীয় সংগীত গাওয়া হয়েছে। জাতীয় সংগীতও ওরা গাইতে শেখেনি। বিজেপির আজকের জনসভায় উপচে পড়েছিল জনতার ভিড়৷ এবার তৃণমূলের পাল্টা সভায় মানুষের কতটা সাড়া পাওয়া যায় সেটাই দেখার৷