ভোটের আগে মানুষ কেন বিজেপিতে গিয়েছিলেন, ফাঁস করলেন তৃণমূল নেত্রী

ভোটের আগে মানুষ কেন বিজেপিতে গিয়েছিলেন, ফাঁস করলেন তৃণমূল নেত্রী

 

নদীয়া: পশ্চিমবঙ্গে বিজেপির হওয়া কোনদিনই ভাল ছিল না৷ যেখানে বিজেপির ভারত বর্ষ সামলানোর কথা৷ সেখানে মানুষকে ভুল বুঝানোর জন্য ঝাঁকে ঝাঁকে মন্ত্রী পাঠানো হয়েছে বাংলাতে৷ ফলে ভোটের আগে অনেকেই ভুল বুঝে বিজেপিতে চলে গিয়েছিলেন৷ তাঁরা আবার দলে ফিরে আসছেন৷

তৃণমূল কংগ্রেসের সদ্য জেলা সভাপতি হওয়ার পর একথাই বললেন তৃণমূল নেত্রী রত্নাঘোষ কর। উল্লেখ্য নদীয়া জেলায় সভাপতি ছিলেন মহুয়া মৈত্র। তাকে সরিয়ে দলনেত্রী নদীয়া জেলাকে দুটি সাংগঠনিক জেলা হিসেবে ভাগ করে দেয়। রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত করা হয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রত্নাঘোষ করকে।
দায়িত্ব নেওয়ার পরই দলবদলের রহস্য ফাঁস করেন রত্না৷

তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ঘরে নির্বাচনের আগেও মমতা ব্যানার্জির হাওয়া অটুট ছিল। বিজেপি কিছু মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দল থেকে বের করে নিয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীকালে মানুষ সেটা বুঝতে পেরেছে। মানুষ বুঝেছে মমতাদির হাত শক্ত না করলে পশ্চিমবঙ্গে সুস্থভাবে বেঁচে থাকা যাবে না। ’’

রত্নাঘোষ কর
রত্নাঘোষ কর

একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমরা ইতিমধ্যে রাস্তায় নেমেছি তৃণমূলের প্রতিটি প্রবীণ নেতাদের সঙ্গে আলোচনা করছি। কোথায় আমাদের ভুল ছিল সেটা জানার চেষ্টা করছি। একে একে যারা ভুল বুঝে চলে গিয়েছিল আবার তারা দলে ফিরে আসছে৷ আমরা তাদের স্বাগত জানাই। আগামী দিনে আরও বেশি করে সাংগঠনিকভাবে কিভাবে তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়িয়ে তোলা যায় সে বিষয়ে আমরা নজর রাখছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − one =