লক্ষ্মীর ভান্ডারের ফর্ম বাইরে বিক্রির অভিযোগ করলেন স্বয়ং তৃণমূল নেতা

লক্ষ্মীর ভান্ডারের ফর্ম বাইরে বিক্রির অভিযোগ করলেন স্বয়ং তৃণমূল নেতা

b81b210522b23b344fad6068dcfbc73d

ইসলামপুর: লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম বাইরে বিক্রি করার অভিযোগ উঠল। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পাটাগোরা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার প্রকল্পে।

তৃণমূলের অঞ্চল সভাপতি আকবর আলি অভিযোগ করেন, ‘‘দুয়ারে সরকারে লক্ষী ভান্ডার প্রকল্পের  ফরম বাইরে বিক্রি করা হচ্ছে বিভিন্ন দামে। এবং কিছু গ্রামবাসী অভিযোগ করেন, তারা ফ্রম বাইরে থেকে কিনেছেন।’’ যদিও ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন, ‘‘দুয়ারে সরকার প্রকল্প চলছিল পাটাগোরা  বালিকা বিদ্যালয়৷ সেখানে গিয়েছিলাম এবং কিছু অভিযোগ উঠে এসেছিল৷ তবে বিডিও সমস্ত বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করেছেন। সমস্যা মিটে গিয়েছে।’’

অপরদিকে ইসলামপুর ব্লক সভাপতি তথা পাটাগোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি জাকির হোসেন বলেন, ‘‘সমস্ত অভিযোগ ভিত্তিহীন৷ সকাল থেকেই ওইখানে আমরা ছিলাম৷ তবে সুনির্দিষ্ট কোনও অভিযোগ থাকে তবে সেই অভিযোগ আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’’ প্রশ্ন উঠছে, একই দলের বিভিন্নস্তরের নেতার বক্তব্যে এত পার্থক্য কেন? তাহলে কি সর্ষের ভিতরেই ভূত? প্রশাসনের অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *