হলদি নদীতে ট্রলার ডুবি, মৃত্যুকে জয় করে ফেললেন ৯ মৎস্যজীবী

হলদি নদীতে ট্রলার ডুবি, মৃত্যুকে জয় করে ফেললেন ৯ মৎস্যজীবী

ক্যানিং: জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার লড়াই৷ মাছ ধরতে গিয়ে মাঝ সমুদ্রে টলার ডুবি! সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে রক্ষা৷ মৃত্যুকে জয় করে ডাঙায় ফিরলেন ৯ মৎস্যজীবী৷ তবে, সমুদ্র-দানবের তাণ্ডব থেকে রেহাই পেলেন না ৪ সঙ্গী৷

জীবন-মৃত্যুর এক চরম অধ্যায় থেকে বেঁচে ফিরলেন ৯ জন মৎস্যজীবী। সাক্ষাৎ মৃত্যুকে হারিয়ে পরিবারের কাছে ফির গেলেন সমুদ্র-যুদ্ধে জয়ীরা৷   নন্দীগ্রামের কেন্দামারি জলপাই গ্রাম থেকে ১৪ জন মৎস্যজীবী ট্রলারে চড়ে সমুদ্রে মাছ ধরতে যান। রাত ১১টা নাগাদ হলদি নদীতে ডুবে যায় ট্রলার। তখনই ঘটে বিপত্তি। অথৈ জলে তখন বাঁচার একটাই রাস্তা। সাঁতার কেটে ফিরতে হবে পারে। ভয়ঙ্কর সেই পরিস্থিতিতে সাঁতার কেটে পাড়ে উঠে আসতে সক্ষম হন ৯ জন। ১৪ জনের মধ্যে একজনের মৃত হয়। বাকি তিনজন এখনও নিখোঁজ।

এখন নদীতে চলছে ভরা কোটাল। এই সময় বারবার আবহাওয়া দপ্তর এর তরফ থেকে সাবধান করে দেওয়ার সত্বেও কেন ট্রলারটি মৎস্য অভিযানে নেমে ছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই পরিস্থিতিতে উদ্ধার কার্যে নেমে পরে এনডিআরএফের টিম। চলছে উদ্ধারকার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + two =