থামছে না ট্রেন, স্টপেজের দাবিতে রেল অবরোধ জনতার

থামছে না ট্রেন, স্টপেজের দাবিতে রেল অবরোধ জনতার

11563d1e1e20b3b91476bff9615a089e

নদিয়া: এলাকায় দাঁড় করাতে হবে প্রতিটি ট্রেন। এই দাবিতেই মঙ্গলবার সকাল থেকে রেল রোকো কর্মসূচিতে নামলেন এলাকার সাধারণ মানুষ৷ যার জেরে তীব্র সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা৷  নদিয়ার জালালখালি স্টেশনের ঘটনা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের পদস্থ কর্তারা৷ তবে অবরোধ এখনও অব্যাহত৷ ফলে শিয়ালদহ থেকে লালগোলা শাখায় বিপর্যস্ত ট্রেন চলাচল৷ যদিও নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি না মানা হলে অবরোধ চলবে দিনভর৷

৫০ শতাংশ যাত্রী নিয়ে গত রবিবার থেকে চালু হয়েছে লোকাল ট্রেন৷ তারপরই ১০০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর দাবিতে সোমবার হাওড়ার নলপুরে অবরোধ করেন স্থানীয়রা৷ অন্যদিকে শিয়ালদহ-বনগাঁ শাখায় দেখা গিয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়৷ তিল ধারণের জায়গা না থাকার ছবি৷ তারই মাঝে এদিন ফের রেলযাত্রীদের রেল অবরোধের বিষয়টি সামনে আসায় অনেকেই বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছেন৷

যদিও সেসবকে পাত্তা দিতে নারাজ আন্দোলনকারীরা৷ আন্দোলনকারীদের দাবি, প্রতিটা ট্রেন স্টেশনে দাঁড় করাতে হবে৷ এই দাবিতেই এদিন শিয়ালদহ থেকে লালগোলা যাওয়ার পূর্ব রেলের এই শাখায় সকাল ছ’টা থেকে অবরোধ শুরু করে এলাকার সাধারণ নাগরিকরা৷ তাঁদের দাবি, সমস্ত লোকাল এবং লালগোলা ট্রেন ও লালগোলা প্যাসেঞ্জার ট্রেন এখানে দাঁড় করাতে হবে৷ তারা জানান, ট্রেন না দাঁড়ানোর ফলে দীর্ঘদিন ধরেই তাঁরা সমস্যায় পড়ছেন৷ বহুবার জানানোর পরও আজও সমস্যার সমাধান হয়নি৷ মিলেছে শুধু আশ্বাস৷ তাই আজকে দিনভর রেল রোকোর কর্মসূচি নিয়েছেন তাঁরা৷ ফলে সমস্যায় পড়েছেন রেল যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *