সরকারি কাজে ব্যবহারের লক্ষ্যে ভাঙা হবে ঐতিহ্যশালী সিনেমা হল

কলকাতা: সরকারি কাজে অধিগৃহীত হবে কলকাতার অন্যতম প্রাচীন সিনেমা হল রক্সি। ভেঙে ফেলে তৈরি করা হবে কলকাতা পৌরসভার বিভিন্ন দপ্তর। হেরিটেজ বিল্ডিং-এর তকমা থাকা সত্বেও বাঁচানো গেল না কলকাতার প্রাচীন এই সিনেমা হলকে। বিংশ শতাব্দীর একদম শুরুর দিকে অপেরা হাউজ হিসেবে যাত্রা শুরু হয় রক্সির। তখন নাম ছিল- এম্পায়ার থিয়েটর। চারের দশকে ক্রমে তার পরিবর্তন

সরকারি কাজে ব্যবহারের লক্ষ্যে ভাঙা হবে ঐতিহ্যশালী সিনেমা হল

কলকাতা: সরকারি কাজে অধিগৃহীত হবে কলকাতার অন্যতম প্রাচীন সিনেমা হল রক্সি। ভেঙে ফেলে তৈরি করা হবে কলকাতা পৌরসভার বিভিন্ন দপ্তর। হেরিটেজ বিল্ডিং-এর তকমা থাকা সত্বেও বাঁচানো গেল না কলকাতার প্রাচীন এই সিনেমা হলকে। বিংশ শতাব্দীর একদম শুরুর দিকে অপেরা হাউজ হিসেবে যাত্রা শুরু হয় রক্সির। তখন নাম ছিল- এম্পায়ার থিয়েটর।

চারের দশকে ক্রমে তার পরিবর্তন হয় সিনেমা হলে। সিনেমা হল হিসেবে আত্মপ্রকাশ করার সময়ে প্রথম যে ছবিটি দেখানো হয় রক্সিতে তা ছিল অসোক কুমার অভিনীত- নয়া সংসার। এর পরে অশোক কুমার অভিনীত কিসমৎ ছবিটি প্রায় রেকর্ড ১৮৬ সপ্তাহ ধরে চলে রক্সিতে। এই ছবিটি দেখতে রক্সিতে উপস্থিত হন স্বয়ং সুভাষচন্দ্র বসু। কলকাতার মেয়র ফিরঝাদ হাকিম জানিয়েছেন রক্সি ভেঙে সেখানে তৈরি করা হবে পৌরসভার একটি বহুতল অফিস। এমনিতেই মাল্টিপ্লেক্স আসার ফলে একে একে উঠে গেছে কলকাতার প্রাচীন সব সিনেমা হল। এবার কোপ পড়ল শহরে অন্যতম এক হেরিটেজ তকমা পাওয়া সিনেমা হলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 5 =