নদিয়া: নদিয়ার কৃষ্ণনগরে মৃৎশিল্পী জয়ন্ত পালের হাতে তৈরি মাত্র তিন ফুটের দুর্গা প্রতিমা রওনা দিতে চলেছে কানাডায়। মৃৎশিল্পী জয়ন্ত পাল জানান, করোনা আবহের কারণে থমকে গিয়েছিল মৃৎশিল্পীদের হাতের কাজ। সরকারি বিধি নিষেধ জারি থাকায় অনেক পুজো উদ্যোক্তারাই সেই অর্থে প্রতিমা বায়না দিতে পারিনি। তবে বিদেশ থেকে প্রতিমা অর্ডার পাওয়ায় অনেকটাই আশার আলো দেখতে পেয়েছিলেন মৃৎশিল্পীরা।
প্রত্যেক বছরই মৃৎশিল্পী জয়ন্ত পালের হাতে তৈরি দুর্গাপ্রতিমা দেশের বিভিন্ন জায়গায় অর্ডারের মাধ্যমে পৌঁছে যেত। অন্যান্য বছর বিদেশ থেকেও প্রতিমা তৈরির অর্ডার আসতো৷ কিন্তু করোনা অবহের কারণে প্রতিমা তৈরির অর্ডার না মেলায় মাথায় হাত পড়ে গিয়েছিল মৃৎশিল্পীদের। এবছর দেশের বাইরে থেকে দুর্গাপ্রতিমার অর্ডার পাওয়াই অনেকটাই শাস্তির আশ্বাস পেয়েছে মৃৎশিল্পীরা।
সে মতই কানাডার এক বাঙালী প্রবাসীর দুর্গা প্রতিমার বায়না পাওয়ায় মাত্র তিন ফুটের দুর্গা প্রতিমা তৈরি করলেন মৃৎশিল্পী জয়ন্ত পাল। জানা যায় খুব তাড়াতাড়ি কানাডার উদ্দেশ্যে রওনা দেবে ওই তিন ফুটের দুর্গা প্রতিমা। তবে নিখুঁত সুদর্শন এর সাথে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কেড়েছে অনেকেরই। বাঙালির আবেগ জড়ানো দুর্গা উৎসবের আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি৷ তার আগেই প্রায় তিন মাসের পরিশ্রমে তিন ফুটের দুর্গা প্রতিমা তৈরি করলেন মৃৎশিল্পী জয়ন্ত পাল। দুই-এক দিনের মধ্যেই আকাশ পথে কানাডার উদ্দেশ্যে রওনা দেবে দুর্গা প্রতিমা। এমনটাই জানালেন মৃৎশিল্পী জয়ন্ত পাল। ইতিমধ্যেই তাঁর তৈরি প্রতিমা দেখতে এলাকায় কচি কাঁচাদের ভিড় চোখে পড়ার মতো৷ শুধু কচি, কাঁচাই বা কেন, ভিড় জমাচ্ছেন বুড়োদের দলও৷ তারিফ করছেন শিল্পীদের৷