নিজস্ব সংবাদদাতা, সিউড়ি: খেলা হবে, একুশের নির্বাচনে ‘ভয়ঙ্কর’ খেলা হবে৷ সাবধানবাণী অনুব্রতর৷ এবারে বাংলার বিধানসভা নির্বাচন যে কতটা হাইভোল্টেজ হতে চলেছে তা আবারও বুঝিয়ে দিলেন অনুব্রত৷ আর এবারের ভোটে তিনিও যে আবার কোনও বড় খেলা দেখাতে চলেছে তারও দিলেন হুঁশিয়ারি৷
নাঃ তিনি একটুও বদলাননি৷ তৃণমূলের ডাকাবুকো নেতা অনুব্রত আছে সেই একরকমই৷ তিনি একবার মুখ খুললেই তার ডায়লগ হিট৷ তা সে ‘চড়াম চড়াম’ বাদ্যি হোক বা গুড়বাতাসা’৷ বা কেষ্টর সেই ‘‘ভোটের দিন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে।’’ এবারের নির্বাচনে বিজেপিকে ঠেঙিয়ে পগারপার করার হুমকি দিয়েছিলেন কিছুদিন আগেই৷ আর পরিষ্কার ভাষায় বলে দিলেন খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে৷ যেমন চায় তেমন খেলা হবে৷
অনুব্রতর শুঁটিয়ে লাল, মনে আছে তো৷ তাঁর প্রতিটি ডায়লগ বারবার তুফান তুলেছে সোশ্যাল মিডিয়ায় তুফান তুলেছে। তবে ২০১৯-এর লোকসভা ভোটের আগে থেকেই সুর নরম হওয়া শুরু হয়েছিল বীরভূমের তৃণমূল সভাপতির। তবে এবার ফের স্বমহিমায় অনুব্রত৷ তবে বিধানসভা নির্বাচনের আগে অনুব্রতর এধরণের হুঁশিয়ারি যেন উত্তেজনার পারদ আরও একধাপ চড়িয়ে দিল বলে মনে করছে বাংলার রাজনৈতিক মহল৷ কেষ্টর এই মন্তব্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ব্যাপক চর্চা৷
২০১৯-এর লোকসভা ভোটের আগে থেকেই সুর নরম হওয়া শুরু হয়েছিল। প্রকাশ্য ভাষণে অনুব্রত দলীয় কর্মীদের বলেছিলেন, ‘‘কেউ চড় মারলে গালটা বাড়িয়ে দেবে। মারবে না।’’ তাতে অবশ্য বিজেপি বলেছিল, ‘‘পঞ্চায়েত ভোটের তুমুল অত্যাচার তৃণমূলের ক্ষতি করে দিয়েছে বুঝে অনুব্রত গাঁধীবাদী সাজার চেষ্টা করছেন।’’কিন্তু বাংলার বিধানসভা নির্বাচনের আগে ফের স্বমেজাজে বীরভূমের কেষ্ট৷