পুরুলিয়া : পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে পুরুলিয়ায় চাপা উত্তেজনা। অভিযোগ, বোর্ড গঠনের কয়েক ঘণ্টা আগে বিজেপির ৪ সদস্যকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে ৪ জয়ী সদস্য নিজেদের বলে দাবি শাসকদলের। এদিকে বিজেপির দাবি চার জয়ী সদস্য তাদের দলের। বৃহস্পতিবার, পুরুলিয়ার ভাগাবাঁধ অঞ্চলে পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন ছিল। কিন্তু বোর্ড গঠনের কয়েক ঘণ্টা আগেই বিজেপির ৪ সদস্য সহ কংগ্রেসের ব্লক সভাপতিকে অপহরণের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাঁদের আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ।
এদিন সকালে অপহৃতদের মুক্তির দাবিতে টকুড়িয়া মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। এদিকে গোটা ঘটনায় তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। মন্ত্রী শান্তিরাম মাহাতোর দাবি, তৃণমূলকে কালিমালিপ্ত করতে ষড়যন্ত্র বিজেপির। এদিকে, বৃহস্পতিবার সকালেই অপহৃত চার জয়ী সদস্যদের তৃণমূলে যোগ দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে তাঁরা অপহরণের স্বীকার করেননি তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে ডুকরু থানা। এদিকে এদিনই ভাগাবাঁধ পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস।