প্রণামীর বাক্স খুনতেই মাথায় হাত মন্দির কমিটির, বিপাকে পুরোহিতরা

বালুরঘাট: আর কয়েক দিনের মধ্যেই পূর্ণ হতে চলেছে নোটবাতিলের তিন বছর৷ কিন্তু আজও ব্যাংক থেকে ব্যবসায়ী, সাধারণ মানুষ থেকে মন্দির কর্তৃপক্ষ, সবার কাছেই খলনায়ক সেই খুচরো৷ সমস্যার সমাধান তো দূর অস্ত উল্টে দিন দিন খুচরো সমস্যায় জেরবার হচ্ছেন জনতা৷ আগে খুচরো না পেয়ে সমস্যায় পড়তেন৷ আর এখন খুচরো জমে জমে সৃষ্টি হচ্ছে সমস্যার৷ পার্থক্য এটুকুই৷

প্রণামীর বাক্স খুনতেই মাথায় হাত মন্দির কমিটির, বিপাকে পুরোহিতরা

বালুরঘাট: আর কয়েক দিনের মধ্যেই পূর্ণ হতে চলেছে নোটবাতিলের তিন বছর৷ কিন্তু আজও ব্যাংক থেকে ব্যবসায়ী, সাধারণ মানুষ থেকে মন্দির কর্তৃপক্ষ, সবার কাছেই খলনায়ক সেই খুচরো৷ সমস্যার সমাধান তো দূর অস্ত উল্টে দিন দিন খুচরো সমস্যায় জেরবার হচ্ছেন জনতা৷ আগে খুচরো না পেয়ে সমস্যায় পড়তেন৷ আর এখন খুচরো জমে জমে সৃষ্টি হচ্ছে সমস্যার৷ পার্থক্য এটুকুই৷ আগে প্রয়োজনে বাটা দিয়ে খুচরো কিনতেন হত৷ আর এখন খুচরো জমে তৈরি হওয়া পাহাড় ভাঙতে হিমশিম খেতে হচ্ছে জনতা৷ বিপাকে মন্দির কমিটি৷

সম্প্রতি সামনে এসেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে খুচরো সমস্যায় জর্জরিত এক মন্দির কর্তৃপক্ষের সমস্যা৷ বালুরঘাটের তহবাজারে ঐতিহ্যবাহী বুড়া কালীমন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, এই বছর পুজোয় প্রণামীবাক্সে ভক্তদের দেওয়া খুচরোর মধ্যে রয়েছে অন্তত আশি হাজারের কয়েন৷ এছাড়াও রয়েছে গতবারের জমানো কয়েক হাজার টাকার কয়েন৷ যার ফলে সবমিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার খুচরো কয়েন নিয়ে কার্যত দিশেহারা বালুরঘাট বুড়া কালীপুজো কমিটি৷

অপরদিকে ব্যাঙ্ক থেকে সাধারণ মানুষ খুচরো দেখে মুখ ফেরাচ্ছেন সকলেই৷ ফলে, লক্ষাধিক কয়েন যে কীভাবে নোটে পরিণত হবে তা নিয়ে সমস্যায় পড়েছেন বালুরঘাটের বুড়া কালীমন্দির পুজা কমিটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =