চিনা মাঞ্জার ঘায়েল পাখি, বালকের বুদ্ধির মারপ্যাঁচে রক্ষা

চিনা মাঞ্জার ঘায়েল পাখি, বালকের বুদ্ধির মারপ্যাঁচে রক্ষা

a9741323a507a4fcb6618e35d79a6768

হাওড়া: বুদ্ধি যস্য বলং তস্য৷ বহুল ব্যবহারে জীর্ণ প্রবাদ এবার এক বালকের দৌলতে ফের সামনে এল৷

হাওড়ায় বালির রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় গত দু’দিন ধরে গাছের উঁচু মগডালে ঘুড়ির মাঞ্জা সুতোয় আটকে ঝুলছিল একটি শালিক পাখি। সেই সুতো পাখিটির ডানায় এবং পায়ে এমনভাবে জড়িয়ে যায় যে পাখিটি কোনওভাবেই সেখান থেকে বেরতে পারছিল না। এদিকে গাছটা খুব উঁচু হওয়ায় এলাকার লোকজন গাছে উঠে পাখিটিকে মুক্ত করতে পারছিলেন না।

অবশেষে ছোট্ট এক বালকের উপস্থিত বুদ্ধিতে ঘুড়ির সুতোয় ঢিল প্যাঁচ করে পাখিটিকে উদ্ধার করে নিচে নামিয়ে আনা সম্ভব হয়। এলাকার যুবকরাও তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। দুদিন পর উদ্ধার করা হয় শালিক পাখিটিকে। মাঞ্জা সুতোয় ডানা এবং পায়ে চোট পেয়ে পাখিটি ঠিকমতো  দাঁড়াতে পারছিল না। অবশেষে এক মহিলা চিকিৎসার জন্য পাখিটিকে তাঁর বাড়িতে নিয়ে যান। প্রাথমিক শুশ্রূষার পর পাখিটি এখন অনেকটাই সুস্থ। তাকে মুক্ত পরিবেশে  ছেড়ে দেওয়া হবে।

চতুর্থ শ্রেণীর ছাত্র শুভদীপ সেনগুপ্ত জানায়, দাদারা এসে বলেছিল পাখিটা গাছে আটকে আছে। গিয়ে দেখি পাখিটা বড় গাছের ডালে আটকে আছে৷ পাখিটার ডানা কেটে গিয়েছে। গাছের সুতোয় ঢিল প্যাঁচ করে প্রথমে সুতোটাকে কেটে ফেলি৷ তারপরে পাখিটাকে নিচে নামানো হয়েছে। পাখিটাকে উদ্ধার করতে পেরে ভাল লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *