রাতারাতি বদলে গেল রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা পরিসংখ্যান, তুঙ্গে বিভ্রাট

রাতারাতি বদলে গেল রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা পরিসংখ্যান, তুঙ্গে বিভ্রাট

 

কলকাতা: রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যান ঘিরে বিপত্তি৷ রাজ্য সরকারের দেওয়া করোনা সন্দেহে গৃহে পর্যবেক্ষণ সংক্রান্ত পরিসংখ্যান বিভ্রাট৷ দ্বিতীয় দফায় সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে মুদ্রণ প্রমাদের কথা জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর৷

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য দপ্তরের তরফে বুলেটিন প্রকাশ করে জানানো হয়, ম৩১ মার্চ একদিনেই গৃহে পর্যবেক্ষণে রাখা হয়েছে ১০৩৩৯১ জনকে৷ মোট গৃহ পর্যবেক্ষণে রাখা হয়েছে ১৫০৪৮২ জনকে৷ কিন্তু, ৩১ মার্চ বিকালে বুলেটিনে প্রকাশিত তথ্য ভুল, মধ্যরাতে সংশোধিত বিজ্ঞপ্তি জারি করে নয়া দাবি স্বাস্থ্য দপ্তরের৷

রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, মূলত মুদ্রণ বিভ্রাটের কারণে ওই পরিসংখ্যানে কিছুটা গলদ দেখা দিয়েছে৷ মঙ্গলবার বিকেলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের মেডিক্যাল বুলেটিনে প্রকাশ করে জানানো হয়, ৩১ মার্চ এক দিনে গৃহ পর্যবেক্ষণের ১ লক্ষের বেশি মানুষকে রাখা হয়েছে৷ ওই পরিসংখ্যান দেখে প্রশ্ন উঠতে শুরু করে, এমন কী হল, আচমকা একদিনে এক লক্ষ মানুষকে গৃহ পর্যবেক্ষণে রাখা হল? পরে নড়েচড়ে বসে স্বাস্থ্য দপ্তর৷ মঙ্গলবার গভীর রাতে দ্বিতীয় দফায় বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য দপ্তর৷ সেখানে জানানো হয়, মুদ্রণ প্রমাদের জেরে পরিসংখ্যানে বিভ্রান্তি তৈরি হয়েছে৷

দ্বিতীয় দফায় সংশোধনী প্রকাশ করে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, ১০৩৩৯১ জনকে নয়, আসলে সংখ্যাটা হবে ১০৩১৩৷ মোট গৃহে পর্যবেক্ষণে আছেন ৫৭৪০৪ জন৷ মঙ্গলবার বিকালের বুলেটিনে জানানো হয় ১০৩৩৯১ ও ১৫০৪৮২ জন৷ তালিকাভুক্ত পর্যবেক্ষে রয়েছেন ১০৩৪১ জন, মোট ৫৭৬৪২ জন ৷ মঙ্গলবার বিকালের বুলেটিনে জানানো হয় ১০৩৪১৯ ও ১৫০৭২০ জন৷ মুদ্রণ প্রমাদের জেরে মঙ্গলবার মধ্যরাতে দ্বিতীয় দফায় সংশোধিত বিজ্ঞপ্তি জারি করে নয়া তথ্য দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − six =