দোল বিতর্ক অতীত, বেহালার তারকা প্রার্থীদের নিয়ে রোড শো দিলীপের

দোল বিতর্ক অতীত, বেহালার তারকা প্রার্থীদের নিয়ে রোড শো দিলীপের

কলকাতা: দোলের দিন তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র এবং তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে রঙের খেলায় মাততে দেখা গিয়েছিল বিজেপির তিন তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার এবং তনুশ্রী চক্রবর্তীকে। সেই নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি তৈরি হয়। তাদের তিনজনকে প্রত্যক্ষভাবে কটাক্ষ করেন বিজেপি নেতা তথাগত রায়। তবে আপাতত সেসব বিতর্ক অতীত। আজ বেহালায় দুই তারকা প্রার্থীকে নিয়ে রোড শো করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ‘ব্যাপক জনসমাগম’ হয়েছে বলে উল্লেখ করে ফেসবুকে পোস্ট করলেন খোদ বিজেপি সাংসদ। 

ফেসবুকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লিখেছেন, ”বেহালা পূর্ব ও পশ্চিম বিধানসভায় রোড শোতে ব্যাপক জনসমাগম। মানুষ প্রাণ ভরে আশীর্বাদ করলেন দুই বিধানসভার বিজেপি প্রার্থী শ্রীমতি পায়েল সরকার এবং শ্রীমতি শ্রাবন্তী চ্যাটার্জিকে। বেহালার মানুষের পাশে থাকার অঙ্গীকার করলেন তাঁরা। মানুষের পাশে বিজেপি। কারন বিজেপি মানে কলকাতা হবে আর্থিক পরিষেবার প্রধান কেন্দ্র। গড়ে উঠবে বায়ু দূষণ প্রতিরোধে ১০টি স্মগ টাওয়ার।”

বেহালা পূর্ব ও পশ্চিম বিধানসভায় রোড শোতে ব্যাপক জনসমাগম। মানুষ প্রাণ ভরে আশীর্বাদ করলেন দুই বিধানসভার বিজেপি প্রার্থী…

Posted by Dilip Ghosh on Wednesday, 31 March 2021

দোলের দিনের ঘটনা নিয়ে ইতিমধ্যেই সাফাই দিয়ে দিয়েছেন বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকাররা। তাঁদের বক্তব্য, শুধুমাত্র সৌজন্যে দেখানোর জন্যই সেই অনুষ্ঠানে হাজির ছিলেন তারা। যদিও মদন মিত্র এবং দেবাংশু ভট্টাচার্যের উপস্থিতিতে যে অনুষ্ঠানে তাঁরা যোগ দিয়েছিলেন সেখানে বিজেপি বিরোধী গান চলছিল একের পর এক। সেই গানের তালে নাচতে দেখা যায় তাদের। তাই অবশ্য ভাবে বিতর্ক তুঙ্গে ওঠে। এই নিয়ে নেটিজেনদের মধ্যে থেকেও একের পর এক কটাক্ষ পূর্ণ মন্তব্য দিয়ে আসতে থাকে বিজেপির এই তারকা প্রার্থীদের দিকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + sixteen =