দাবি মানল কর্তৃপক্ষ, ধর্মঘট প্রত্যাহার ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের

দাবি মানল কর্তৃপক্ষ, ধর্মঘট প্রত্যাহার ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের

884fafd309b274068b8c75e4dd1660f2

 

হাওড়া: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কর্তৃপক্ষ মেনে নিলেন আন্দোলনকারীদের দাবি। ফলে ধর্মঘট প্রত্যাহার করলেন আন্দোলনকারীরা৷ স্বস্তির হাওয়া পরিবহণে৷ কারণ, আন্দোলন অব্যাহত থাকলে কলকাতা, হাওড়া, দুই ২৪পরগনা সহ রাজ্যের একাধিক জেলায় পরিবহণে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল৷

বেশ কয়েক দফা দাবিতে ইন্ডিয়ান অয়েল ডিপোয় ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের কর্মীরা ধর্মঘট শুরু করেছিলেন৷ ফলে আজ থেকেই ইন্ডিয়ান অয়েলের যেখানে পেট্রোল পাম্প রয়েছে ( কলকাতা, হাওড়া, দুই ২৪পরগনা সহ নদীয়ার একাংশে )  সেখানে পেট্রোলের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল৷ তাতে জেলায় জেলায় পরিবহণ সঙ্কট তৈরির আশঙ্কা দেখা দিয়েছিল৷

সংগঠনের দাবি ছিল, ১) তাদের কোনও ডেলিভার্ড ট্যাঙ্কার বন্ধ করা চলবে না। ২) ইন্ডিয়ান অয়েলের আগামী টেন্ডারে চালু ১৯৬ টুয়েলভ কেআর ট্যাঙ্কারকে কাজ দিতে হবে। ৩) আগামী ইন্ডিয়ান অয়েলের টেন্ডার ৩১ ডিসেম্বরের আগে ডাকা চলবে না। এই দাবিতে আন্দোলন শুরু করেছিলেন ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত, অয়েল ট্যাঙ্কার্স মালিকদের সংগঠনের ডাকা ধর্মঘটের ফলে বৃহস্পতিবার থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে শহরের পেট্রোল এবং ডিজেল সরবরাহ।

জানা গিয়েছে, শুক্রবার বিকেল থেকেই দফায় দফায় আলোচনা চলছিল৷ অবশেষে শনিবার বিকেলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কর্তৃপক্ষের তরফে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া হয়৷ তারপরই ধর্মঘট প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়৷ ফলে স্বস্তির শ্বাস পরিবহণে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *