কালী মন্দিরে অদ্ভুত আলো! তাকালেই ঝলসে যাচ্ছে চোখ

আলিপুরদুয়ার: আশ্চর্যজনক ঘটনার সাক্ষী রইল আলিপুরদুয়ার৷ দীপাবলিতে একটি বাড়ির মন্দিরে বাল্ব দিকে যারা যারা তাকিয়েছেন, তাদেরই চোখ লাল হয়ে ফুলে উঠেছে৷ শুরু হয়েছে চোখ জ্বালা৷ তবে কেন এরকম কাণ্ড ঘটল সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে জেলাবাসীর মনে৷ আতঙ্ক দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে৷ সূত্রের খবর, আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের উত্তর নারারথলি গ্রামে দীপাবলিতে একটি বাড়ির মন্দিরে লাগানো হয়

কালী মন্দিরে অদ্ভুত আলো! তাকালেই ঝলসে যাচ্ছে চোখ

আলিপুরদুয়ার: আশ্চর্যজনক ঘটনার সাক্ষী রইল আলিপুরদুয়ার৷ দীপাবলিতে একটি বাড়ির মন্দিরে বাল্ব দিকে যারা যারা তাকিয়েছেন, তাদেরই চোখ লাল হয়ে ফুলে উঠেছে৷ শুরু হয়েছে চোখ জ্বালা৷ তবে কেন এরকম কাণ্ড ঘটল সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে জেলাবাসীর মনে৷ আতঙ্ক দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে৷

সূত্রের খবর, আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের উত্তর নারারথলি গ্রামে দীপাবলিতে একটি বাড়ির মন্দিরে লাগানো হয় বৈদ্যুতিক বাল্ব৷ সেই বাল্বের দিকে যারা তাকিয়েছেন, তারা সকলেই চোখে অসুখে আক্রান্ত হয়েছেন৷ সেই সংখ্যা কমপক্ষে শতাধিক৷ তার মধ্যে রয়েছে প্রায় বেশিরভাগ শিশু৷ চোখ লাল হয়ে ফুলে উঠেছে৷ সেই সঙ্গে চোখ জ্বালা৷ ওই গ্রামের শতাধিক মানুষ কামাখ্যাগুড়ি ও আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ডাক্তারের কাছে এসেছেন চোখের সমস্যা নিয়ে৷

জানা গিয়েছে, সেই বিষয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ প্রসেনজিৎ রায় জানিয়েছেন, চোখের সমস্যা নিয়ে বেশ কিছু শিশু ও তাদের অভিভাবক হাসপাতালে এসেছেন৷ প্রাথমিক ধারণা অনুযায়ী, কোন ক্ষতিকারক রশ্মী থেকে এই ঘটনা ঘটেছে৷ বাল্বের তীব্র আলো থেকে চোখের সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *