ভোটের মুখে তৃণমূল নেতার মূর্তি ভাঙচুর, শান্তিপুরে ফের অশান্তি!

ভোটের মুখে তৃণমূল নেতার মূর্তি ভাঙচুর, শান্তিপুরে ফের অশান্তি!

শান্তিপুর: শান্তিপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রয়াত অজয় দের আবক্ষ মূর্তি ভাঙচুর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ এই মর্মে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল। অভিযোগ, শুক্রবার গভীর রাতে কে বা কারা শান্তিপুরের ১৩ নম্বর ওয়ার্ডে শান্তিপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অজয় দের আবক্ষ মূর্তি ভাঙচুর করে।

তৃণমূলের অভিযোগ, সামনে শান্তিপুর বিধানসভার উপ নির্বাচন৷ তাই এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে বিরোধীরা এই ধরনের নিন্দনীয় কাজ করেছে৷ যদিও কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত, এখনও কেউই তা চিহ্নিত করতে পারিনি৷ প্রয়াত অজয় দের আবক্ষ মূর্তি ভাঙচুরের খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কর্মী সমর্থকরা। এলাকায় তৈরি হয় রাজনৈতিক উত্তেজনা৷ মূর্তি ভাঙার ঘটনায় শান্তিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ তৃণমূলের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও বেলা বাড়ার সাথে সাথে প্রয়াত অজয় দের আবক্ষ মূর্তি নতুন করে সংস্কার করে তার আবক্ষ মূর্তিতে এদিন পুনরায় শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

এই ঘটনার কারণ নিয়ে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিন্দাবন প্রামাণিক বলেন, ‘‘এই ঘটনার পিছনে বিরোধীরাই এক মাত্র জড়িত৷ কারণ শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের আর বেশি দিন বাকি নেই৷ তৃণমূল কর্মীদের চমকানোর জন্যই এই ঘটনা ঘটিয়েছে।’’ একই সঙ্গে তিনি বলেন, শান্তিপুর থানায় আমরা অভিযোগ জানিয়েছি৷ আশা রাখি, পুলিশ অবিলম্বে দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে৷ স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 20 =