টাকা দিয়ে পুরস্কার পেয়েছে রাজ্য? তাহলে গুজরাট পেল কীভাবে? প্রশ্ন ব্রাত্যর

টাকা দিয়ে পুরস্কার পেয়েছে রাজ্য? তাহলে গুজরাট পেল কীভাবে? প্রশ্ন ব্রাত্যর

কলকাতা: ‘‘বিরোধিতার নামে রাজ্যের সাফল্যকে ছোট করবেন না৷ বিরোধিতার নামে মুখ্যমন্ত্রীকে খাটো করে দেখানোর চেষ্টা করবেন না’’ সোমবার নদীয়ার কল্যাণীতে এক অনুষ্ঠানে এসে এভাবেই নাম না করে শুভেন্দু অধিকারীকে পরামর্শ দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷

‘শিক্ষার স্কচ আওয়ার্ড টাকা দিয়ে পাওয়া যায়’, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন শিক্ষা মন্ত্রী ব্রাত্য শুভেন্দুকে তীব্র কটাক্ষ করে বলেন, ‘‘বিজেপি শাসিত গুজরাট, আসাম, উত্তরপ্রদেশে স্কচ আওয়ার্ড পেয়েছে৷ তাহলে তারা কত টাকা দিয়ে পেয়েছে? উনি তো বিজেপির লোক, উনি তো ভাল করে জানেন।’’

একই সঙ্গে শিক্ষামন্ত্রী জানান, আগামীকাল স্কুল খুলবে৷ তবে কয়েকটা জায়গায় স্যানিটাইজার কাজ এখনও হয়নি৷ একথা স্বীকার করে নিয়ে ব্রাত্য বলেন, ‘‘খুব তাড়াতাড়ি ডিএম এবং বিডিওরা ওই কাজ করে ফেলবেন৷’’ পাশাপাশি ১৮ বছরের নিচে ভ্যাকসিন দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার বৈষম্যমূলক আচরণ করছেন৷ ভ্যাকসিন নিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেশি ভ্যাকসিন দেওয়া হচ্ছে৷’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘যারা পাচ্ছেন তাঁরা পান, একই সঙ্গে এরাজ্যও যেন ভ্যাকসিন পায়, সেটা কেন্দ্রীয় সরকারের দেখা উচিত।’’

অন্যদিকে সকলকে ভ্যাকসিনের আওতায় আনতে ধর্ম গুরুদের নিয়ে বিশেষ সভা করল মানিকচক ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। সোমবার মানিকচক ব্লক কমিউনিটি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মানিকচক ব্লক বিডিও জয় আমেদ, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ হেম নারায়ন ঝা সহ বিভিন্ন প্রান্তের ধর্মগুরু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, মানিকচক ব্লক এলাকায় ১০০% ভেকসিন প্রদান করতে স্বাস্থ্য দপ্তর তৎপর রয়েছে। কোন প্রান্তে মানুষ যাতে ভ্যাকসিন থেকে বিরত না থাকে সেই লক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মগুরুরা নিজের এলাকায় সকল প্রান্তের মানুষকে উৎসাহ দিয়ে ভ্যাকসিন গ্রহণের জন্য আগ্রহী করে সেই বার্তা দেওয়া হয়। কোন রকম ভয় দ্বিধা ছাড়াই সকলকে ভ্যাকসিন নিতে এগিয়ে আসার আহ্বান জানানো হয় প্রশাসনের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *