করোনা যোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ গঠনের পরিকল্পনা রাজ্যের

করোনা যোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ গঠনের পরিকল্পনা রাজ্যের

কলকাতা: হঠাৎ করে করোনার হানা। এই হানার জেরে মানুষের জীবন ও জীবিকার দ্রুত পরিবর্তন হতে থাকে।  হঠাৎ করে সব কিছু পালটে যায়।  হু হু করে করোনা সংক্রমণের হার বাড়ছে। এই পরিস্থিতিতে পুলিশ থেকে নার্স, ডাক্তার থেকে সরকারি কর্মচারী দাঁতে দাঁত চেপে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন।  কিন্তু অনেকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারেননি। মারণ ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে হার না মানা সেই লড়াইকে কুর্নিশ জানাতে এবার আস্ত একটা ‘কোভিড মেমোরিয়াল’গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে রাজ্য সরকারের তরফে।

জানা গিয়েছে, কিছুদিন আগে হিডকোর একটি মিছিল ছিল। সেই মিছিলে করোনা লড়াইয়ে শহিদদের কী করে শ্রদ্ধা জানানো সম্ভব, সেই নিয়ে আলোচনা হয়। সেই আলোচনা থেকেই মেমোরিয়াল গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।  তবে এই বিষয়ে এখনও পরিকল্পনা করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে।  তাঁর সম্মতির পরেই এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হবে। তবে বিভিন্ন সংস্থার কাছ থেকে মেমোরিয়ালের নক্সা নেওযা হবে বলে জানা গিয়েছে।

হিডকোর তরফে জানানো হয়েছে, নিউটাউনেই এই মেমোরিয়াল করা হতে পারে। ইতিমধ্যে এক একরের কম জমি চিহ্নিত করণের কাজ চলছে।  তবে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের আশেপাশে এই মেমোরিয়াল করার পরিকল্পনা করা হয়েছে। হিডকো নিজেদের ওয়েবসাইডে নক্সা পাঠাতে আহ্বান করেছেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 14 =