বনধ রুখতে এবার রাস্তায় ছেলে নামাবেন রাজ্যের মন্ত্রী

কলকাতা: ৪৮ ঘণ্টার বনধ রুখতে বুধবার সকাল থেকে রাস্তার মোড়ে মোড়ে ‘ছেলে’ নামানোর হুঁশিয়ারি দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রীর দাওয়া, ‘‘কাল সকাল সাতটা থেকে আমাদের ছেলেরা মাঠে নামবে৷ আমি বলে দিয়েছি, কাল আমার ছেলেরা বড় রাস্তার মোড়ে, পাড়ায়-পাড়ায় থাকবে৷ বনধ করতে এলে কাল ওরা একেবারে শিক্ষা পেয়ে যাবে৷ মেরে

বনধ রুখতে এবার রাস্তায় ছেলে নামাবেন রাজ্যের মন্ত্রী

কলকাতা: ৪৮ ঘণ্টার বনধ রুখতে বুধবার সকাল থেকে রাস্তার মোড়ে মোড়ে ‘ছেলে’ নামানোর হুঁশিয়ারি দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রীর দাওয়া, ‘‘কাল সকাল সাতটা থেকে আমাদের ছেলেরা মাঠে নামবে৷ আমি বলে দিয়েছি, কাল আমার ছেলেরা বড় রাস্তার মোড়ে, পাড়ায়-পাড়ায় থাকবে৷ বনধ করতে এলে কাল ওরা একেবারে শিক্ষা পেয়ে যাবে৷ মেরে ভূত ভাগিয়ে দেবে৷ উত্তম-মধ্যম দিলেই বুধতে পারবে, কত ধানে কত চাল৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =