কলকাতা: পেট্রোল-ডিজেলের দাম নিয়ে কেন্দ্রকে খোঁচা রাজ্য সরকারের। সাত বছর আগের আন্তর্জাতিক বাজার ও খোলা বাজারে তেলের দামের তুলনা টেনে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলল বাংলার শাসক দল। আগামী বাজেটে কেরোসিনের উপর থেকে ভর্তুকি পুরোপুরি তুলে দেওয়ার জন্য রাজ্যের প্রায় ৫৬ লক্ষ পরিবারই ক্ষতিগ্রস্ত হবেন বলে দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
বৃহস্পতিবার রাজ্যের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, সাত বছর আগে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় দ্বিগুণ থাকলেও খোলা বাজারে পেট্রোল-ডিজেলের দাম অনেক কম ছিল। ২০১৪ সালের জানুয়ারি মাসে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে ১০৫ টাকা ২৯ পয়সা থাকলেও খোলা বাজারে পেট্রোলের দাম লিটার প্রতি ৮০ টাকা ২০ পয়সা এবং ডিজেলের দাম ৫৯ টাকা ৫০ পয়সা ছিল। তার জায়গায় গত মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে ৫৪ টাকা ৭৯ পয়সা হলেও পেট্রোলের দাম লিটার প্রতি ৯১ টাকা ১২ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮৪ টাকা ২০ পয়সা হয়েছে।
পাশাপাশি রাজ্য সরকারের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ভর্তুকিযুক্ত কেরোসিন তেলের দাম বেড়ে ৩৪ টাকা ৭০ পয়সা করা হয়েছে। অন্যদিকে রাজ্যের জন্য কেরোসিন তেলের বরাদ্দ কমিয়ে ৫৮ হাজার কিলোলিটার করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য। এই কেরোসিনের উপর থেকে ভর্তুকি পুরোপুরি তুলে দেওয়ায় রাজ্যের ৫৬ লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হবে বলে বৃহস্পতিবার দাবি করেছে রাজ্য সরকার। প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৯১ টাকা ১২ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৪ টাকা ২০ পয়সা।