গয়নার কারিগরদের পেনসন চালু করছে রাজ্য

কলকাতা: সোনার গয়না বাংলার এক অন্যতম ঐতিয্য৷ তবে এই ঐতিয্যকে ধরে রাখার পিছনে অন্যতম অবদান রয়েছে গয়নার কারিগরদের৷ তাই সরকারি কর্মীদের পাশাপাশি পেনসন পাবে সোনার গয়নার কারীগররাও৷ এবার সোনার গয়নার কারিগরদের জন্য পেনসন চালু করতে চলেছে রাজ্য সরকার৷ কারিগরদের কাজ থেকে অবসর গ্রহনের পরে নিশ্চিন্ত ভাবে জীবন কাটানোতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে পেনসন চালু করতে

গয়নার কারিগরদের পেনসন চালু করছে রাজ্য

কলকাতা: সোনার গয়না বাংলার এক অন্যতম ঐতিয্য৷ তবে এই ঐতিয্যকে ধরে রাখার পিছনে অন্যতম অবদান রয়েছে গয়নার কারিগরদের৷ তাই সরকারি কর্মীদের পাশাপাশি পেনসন পাবে সোনার গয়নার কারীগররাও৷ এবার সোনার গয়নার কারিগরদের জন্য পেনসন চালু করতে চলেছে রাজ্য সরকার৷

কারিগরদের কাজ থেকে অবসর গ্রহনের পরে নিশ্চিন্ত ভাবে জীবন কাটানোতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে পেনসন চালু করতে চলেছে রাজ্য সরকার৷ মঙ্গলবার কলকাতার বেনকোয়েট হলে সাংবাদিক সন্মেলনের মাধ্যমে সে কথা জানান ইন্ডিয়ান বিউরো জুয়েলারি এসোসিয়েশনের সভাপতি পঙ্কজ প্রকাশ৷ পঙ্কজবাবু জানান, ‘অবসর নেওয়ার পর তাঁদেরও নিশ্চিন্তে জীবন কাটানোর অধিকার আছে৷ তাই রাজ্য সরকার পেনশনের ব্যবস্থা করছে সোনার গয়না কারিগরদের জন্য৷ যত তাড়াতাড়ি সম্ভব পেনশন চালু করার ব্যবস্থা করছে রাজ্য সরকার৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =