পেট্রোল পাম্প খোলা রাখার সময়সীমা চূড়ান্ত করল রাজ্য

পেট্রোল পাম্প খোলা রাখার সময়সীমা চূড়ান্ত করল রাজ্য

কলকাতা: করোনা পরিস্থিতির রুখতে ইতিমধ্যেই রাজ্যের একাধিক শহরে জারি হচ্ছে লকডাউন৷ আজ বিকেল ৫টা থেকে আগামী ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত চলবে এই বিধিনিষেধ৷ লকডাউন পরিস্থিতিতে গণপরিবগণ পরিষেবা বন্ধ থাকছে৷ চালু থাকবলে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবার৷ খোলা থাকবে পেট্রোল পাম্প৷ কিন্তু, পেট্রোল পাম্প খোলা রাখার ক্ষেত্রে এবার বেশ কিছু শর্ত চাপানো হচ্ছে৷ পেট্রোল পাম্প খোলা বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ জারি হয়েছে৷

আজ খাদ্যমন্ত্রী সঙ্গে বৈঠকে বসেন পেট্রোল পাম্প সংগঠনের নেতারা৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, লকডাউনের সময় খোলা থাকবে পেট্রোল পাম্প৷ সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে পেট্রোল পাম্পগুলি৷ এর বাইরে পাওয়া যাবে জ্বালানি৷ জরুরি প্রয়োজন ভিত্তিতে পেট্রোল পাম্পে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মীরা৷ অ্যাম্বুলেন্স ও সংবাদমাধ্যম সুবিধা পাবে৷ খুব প্রয়োজনে বেরোনা গাড়িগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে তেল দেওয়া হবে৷ জাতীয় সড়কে পেট্রোল পাম্পগুলি খোলা থাকবে নির্দিষ্ট সময়ে৷ খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনো শ্রেয় বলে জানাচ্ছেন পর্যবেক্ষকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 18 =