ফসল বিমা যোজনায় নাম নথিভুক্ত করার সময়সীমা বাড়াল রাজ্য

কলকাতা: বাংলা ফসল বিমা যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যেসব অঋণী চাষি এখনও ফসল বিমা যোজনায় নাম নথিভুক্ত করতে পারেননি, আগামী ৩১জানুয়ারি পর্যন্ত তাঁরা নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বিভিন্ন জেলার হাজার হাজার কৃষিজীবী মানুষ খুশি। কারণ, এর আগে মাত্র ছ’দিন এই প্রকল্পে নাম

7f1a1e0f58712e1aa38254b7f25fe66a

ফসল বিমা যোজনায় নাম নথিভুক্ত করার সময়সীমা বাড়াল রাজ্য

কলকাতা: বাংলা ফসল বিমা যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যেসব অঋণী চাষি এখনও ফসল বিমা যোজনায় নাম নথিভুক্ত করতে পারেননি, আগামী ৩১জানুয়ারি পর্যন্ত তাঁরা নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বিভিন্ন জেলার হাজার হাজার কৃষিজীবী মানুষ খুশি। কারণ, এর আগে মাত্র ছ’দিন এই প্রকল্পে নাম নথিবদ্ধ করার সময়সীমা দেওয়া হয়েছিল। সারা রাজ্যের কয়েক লক্ষ চাষি প্রকল্পের বিষয়ে কোনও তথ্য জানতে পারেনি। ফলে এই প্রকল্প থেকে বহু চাষি বাদ পড়েছিলেন। সমস্যার গুরুত্ব উপলব্ধি করে রাজ্য সরকার এই প্রকল্পে নাম নথিবদ্ধ করার সময়সীমা ফের বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *