কলকাতা: রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে পরিকাঠামো খাতে বিশ্ব ব্যাংক থেকে পাওয়া ঋণের ১,০৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ এছাড়া জয় বাংলা, জয় জওহর সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের জন্য ৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী৷
তিনি জানানা, আপাতত ৩০ জুন পর্যন্ত রাজ্যে লকডাউন চলবে৷ রাজ্যে ক্রমাগত করোনা ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্রান্তে যাতায়াত শুরু করেছেন৷ জেলাগুলিতেও প্রচুর মানুষ যাতায়াত করছেন৷ আক্রান্ত হচ্ছেন পুলিশ, সিআরপিএফ জওয়ানরা৷ এমনকী অনেক বাস ড্রাইভারও করোনা আক্রান্ত হচ্ছেন৷
অন্যদিকে, প্রতিদিন রাজ্যে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা৷ ১০ জুন পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্যে ট্রেন আসবে৷ এর ফলে প্রায় ১১ লক্ষেরও বেশি পরিযায়ী রাজ্যে পৌঁছবেন৷ ইতিমধ্যেই ৯ লক্ষ পরিযায়ী এসে গিয়েছেন৷ অথচ বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক রয়েছেন, তাঁরা কেউই রাজ্য ছেড়ে যাতে চাইছেন না বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷
তিনি বলেন, কোনও কোনও রাজ্য থেকে তাঁদের ফিরিয়ে নেওয়ার জন্য ট্রেনও পাঠানো হয়েছিল৷ কিন্তু তাঁরা যাননি৷ এটাই বাংলার গর্ব৷ বাংলা সবাইকে ভালোবেসে আপন করে নেয়৷ কিন্তু আমাদের রাজ্যের শ্রমিকদের ভিন রাজ্যে অনেক কষ্ট পেতে হয়েছে৷ তিনি আরও একবার বলেন, পরিযায়ীদের জন্য ২৩৫টি ট্রেন ভাড়া করা হয়েছে৷ রাজ্য এই ট্রেনের ভাড়া দিচ্ছে৷ এছাড়াও ৯ হাজার বাস ভাড়া করা হয়েছে৷ পরশু দিনও নেপাল থেকে পরিযায়ীরা ফিরেছেন৷ এছাড়াও গাড়িতে, বাসে বহু মানুষ ফিরছেন৷
আনলক ওয়ান পর্বে ২৫ জনকে নিয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ ধর্মীয় অনুষ্ঠান বা শ্রদ্ধানুষ্ঠানেও ২৫ জনের উপস্থিত স্বীকৃতি দেওয়া হয়েছে৷ তিনি জানান, এতদিন কোনও কোভিড রোগীর মৃত্যু হলে তাঁর পরিবারের সদস্যরা মৃতদেহ দেখার সুযোগ পেতেন না৷ এবার থেকে তাঁরা মৃতদেহ দেখার সুযোগ পাবেন৷