কলকাতা: অঙ্ক মানেই পড়ুয়াদের কাছে ভয়ের অন্ত নেই। ক্লাসে শিক্ষকরা যতই সহজ করে অ্যালজেব্রা কিংবা জ্যামিতি বোঝান না কেন, পড়ুয়াদের একটা বড় অংশের কাছে অঙ্ক যেন এক দুঃস্বপ্নের মতো। কিন্তু সেই দিন এবার শেষ হতে চলেছে। জলের মতো করে অঙ্ক বুঝে নিতে রাজ্যে এই প্রথম তৈরি হল গণিতের ল্যাবরেটরি। স্টেট কাউন্সিল অব এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এসসিইআরটি) অফিসে তৈরি করা হয়েছে এই বিশেষ ল্যাবরেটরি। এই ল্যাবরেটরি প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা ব্যবহার করতে পারবে।
কী কী রাখা হয়েছে এই ল্যাবরেটরিতে? জ্যামিতিতে ব্যবহৃত চাঁদা, কম্পাস, স্কেলের কাঠের মডেল তৈরি করে রাখা হয়েছে। রাখা হয়েছে চতুর্ভুজ, ত্রিকোণের মডেল। যোগ-বিয়োগ বোঝার জন্যও ব্যবস্থা রয়েছে। তাছাড়া গণিতজ্ঞদের ছবি সাজানো হয়েছে ওই ঘরে। মুখে মুখে অঙ্ক কীভাবে মিনিটের মধ্যে করা যায়, তার জন্য একাধিক মডেল রাখা হয়েছে। এমন ল্যাবরেটরি যাতে রাজ্যের বিভিন্ন স্কুলে তৈরি করা হয়, তা নিয়ে স্কুলশিক্ষা দপ্তরের কাছে আর্জি জানিয়েছে এসসিইআরটি। এই ল্যাবরেটরি কতটা সুবিধা করতে পারে পড়ুয়াদের? বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে অঙ্কের প্রতি জড়তা কাটানো সম্ভব হবে। অনেকেরই নানা অঙ্ক বুঝতে সময় লাগে। সেই ভয়ও কাটিয়ে উঠতে পারবে সে। তবে এই ল্যাবরেটরি ব্যবহারের জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।