সরানো হল রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে, এলেন নারায়ণ

সরানো হল রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে, এলেন নারায়ণ

কলকাতা: খাদ্য দপ্তরের সচিবের পর এবার সরানো হল রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে৷ স্বাস্থ্য দপ্তর থেকে সরিয়ে তাঁকে পরিবেশ দপ্তর বদলি করা হচ্ছে বলে খবর৷ রাজ্যের নতুন স্বাস্থ্যসচিব পদে যোগ দিচ্ছেন নারায়ণ স্বরূপ নিগাম৷ জারি হয়েছে বিজ্ঞপ্তি৷

দীর্ঘদিন ধরে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দল থেকে শুরু করে বাংলার স্বাস্থ্য কর্মীরা৷ এই নিয়ে রাজ্যের উপর দায় চাপিয়েছিল কেন্দ্র সরকার৷ করোনা তথ্য পরিসংখ্যান নিয়ে আগেই তৈরি হয়েছিল বিভ্রান্তি৷ এবার করোনা পরিসংখ্যান বিভ্রান্তির আবহে সরানো হল রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে৷ পরিবেশ দপ্তরে তাঁকে বদলি করা হয়েছে বলে বলে৷

পরিবেশ দপ্তরের সচিব ছিলেন প্রভাত মিশ্র৷ তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া পরিবহণ দপ্তরেরর সচিব পদে বসানো হয়েছে৷ মঙ্গলবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের বর্তমান স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে সরিয়ে পরবর্তী স্বাস্থ্য সচিব পদে নিয়োগ করা হচ্ছে নারায়ণ স্বরূপ নিগাম৷ এতদিন তিনি পরিবহণ দপ্তরের সচিব হিসেবে কাজ করছিলেন৷ নারায়ণ স্বরূপ নিগামের ফেলে যাওয়া পদে বসছেন প্রভাত মিশ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − sixteen =