করোনা যোদ্ধাদের বেতন বৃদ্ধির ঘোষণা রাজ্যের, ‘দৃষ্টান্ত’ বললেন চন্দ্রিমা

করোনা যোদ্ধাদের বেতন বৃদ্ধির ঘোষণা রাজ্যের, ‘দৃষ্টান্ত’ বললেন চন্দ্রিমা

45697b65ec6dd2ff13a6f23ca0d45edf

কলকাতা: লাফিয়ে বাড়ছে সংক্রমণ৷ দিনরাত পরিশ্রম করে রোগীদের সেবায় নিয়োজিত হয়েছেন বাংলার কয়েক লক্ষ স্বাস্থ্যকর্মী৷ জীবনের ঝুঁকি নিয়ে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন বাংলার কয়েক হাজার চিকিৎসক৷ কাঁধে কাঁধ মিলিয়ে করোনা  বিরুদ্ধে লড়াই করছেন জুনিয়ার চিকিৎসকরাও৷ এবার রাজ্যে কর্মরত বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা৷

করোনা পরিস্থিতি বিবেচনা করে নবান্নে বৈঠকে বসে রাজ্যের মন্ত্রিসভা৷ সেখানে স্বাস্থ্য ক্ষেত্রে নিযুক্ত জুনিয়ার চিকিৎসকদের বেতন বৃদ্ধির অনুমোদন দেয়া হয়েছে বলে নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷

নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘ইন্টার্নরা এতদিন পেতেন ২৩ হাজার ৬২৫ টাকা, তাঁরা এখন ২৮ হাজার ৫০ টাকা পাবেন৷ অর্থাৎ বেতন বেড়েছে ৪ হাজার ৪২৫ টাকা৷ হাউস স্টাফ, তাঁরা পেতেন ৩৮ হাজার ৩৯১ টাকা এখন তাঁরা পাবেন ৪৩ হাজার ৭৫৮ টাকা৷ অর্থাৎ বেড়েছে ৫৩৬৭ টাকা৷ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং প্রথম বর্ষ, তাঁরা পেতেন ৩৮ হাজার ৩৯১ টাকা৷ তাঁদেরও এখন ৪৩ হাজার ৭৫৮ টাকা পাবেন৷ ৫৩৭৬ টাকা বেশি পাবেন৷ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং দ্বিতীয় বর্ষ, ৪১ হাজার ৩৪৪ টাকা পেতেন৷ এখন থেকে তাঁরা পাবে ৪৭ হাজার ১২৪ টাকা অর্থাৎ বাড়তি ৫৭৮০ টাকা পাবেন৷ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং তৃতীয় বর্ষ, ৪৪ হাজার ২৯৭ টাকা থেকে বেড়ে ৫০ হাজার ৪৯০ টাকা অর্থাৎ বৃদ্ধি হয়েছে ৬১৯৩ টাকা৷ পোস্ট ডক্টরাল ট্রেনি প্রথম বর্ষ, পেতেন ৪৭ হাজার ২৫০ টাকা৷ তাঁরা এখন থেকে পাবেন ৫৩ হাজার ৮৬৫ টাকা৷ অর্থাৎ বাড়তি ৬৬০৯ টাকা৷ পোস্ট ডক্টরাল ট্রেনি সেকেন্ড ইয়ার, তাঁরা পেতেন ৫০ হাজার ২০৭ টাকা৷ এখন থেকে পাবেন ৫৭ হাজার ২২২ টাকা৷ বাড়তি টাকা ৭০১৮ টাকা৷ পোস্ট ডক্টরাল ট্রেনিং থার্ড ইয়ার, তাঁরা পেতেন ৫৩ হাজার ১৫৭ টাকা, তাঁরা এখন থেকে পাবেন ৬০ হাজার ৫৮৮ টাকা৷ বাড়বে ৭৪৩১টাকা৷’’

বেতন বৃদ্ধির প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘এত অর্থনৈতিক প্রতিকূল অবস্থা আমাদের ৫৩ হাজার কোটি টাকা পাওনা আছে৷ পাইনি৷ আমরা তার মধ্যেও দাঁড়িয়েও মাননীয়া মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছেন৷ আমি বলব, সারা ভারতবর্ষে এটা একটা নিদর্শন৷ বাংলা যা করে, মাননীয়া মুখ্যমন্ত্রী যা করেন, সেটাই কিন্তু নিদর্শন৷ দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়৷’’ তবে, জুনিয়র চিকিৎসকদের বেতন বৃদ্ধি হলেও স্বাস্থ্য কর্মীদের বেতন বৃদ্ধি ভবিষ্যতে হবে কি না, তা নিয়ে অবশ্য কিছুই বলেননি তিনি৷ নার্সদের বেতন বৃদ্ধির বিষয়েও কোন মন্তব্য করেননি চন্দ্র ভট্টাচার্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *