করোনার মহা-প্রলয় রুখলে টাস্ক ফোর্স গঠন রাজ্যের

করোনার মহা-প্রলয় রুখলে টাস্ক ফোর্স গঠন রাজ্যের

কলকাতা: ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি৷ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে কার্যত নাজেহাল গোটা বাংলা৷ প্রতিদিন সংক্রমণের মাত্রা নতুন রেকর্ড গড়ছে৷ পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷  

একদিকে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী, অন্যদিকে জরুরি বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ করোনা মোকাবিলায় ৬ সদস্যের টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার৷ নেতৃত্বে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ পরিস্থিতি বিবেচনায় আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকও শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + thirteen =